LIC Policy : ৪৫ টাকা বিনিয়োগ করে হয়ে যান ২৫ লাখ টাকার মালিক! LIC নিয়ে এলো ধামাকাদার স্কিম
এই পলিসিতে প্রতিদিন ৪৫ টাকা করে জমা দিয়ে এককালীন ২৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

LIC Policy : অর্থ সঞ্চয়ের জন্য বরাবরই সাধারণ মানুষ বিশেষ কিছু আর্থিক সংস্থার ওপর বিশ্বাস রাখে। এক্ষেত্রে বলা বাহুল্য, LIC হলো অন্যতম। বহু প্রাচীন কাল থেকেই এই এলআইসিতে সাধারণ গ্রাহকেরা অর্থ বিনিয়োগ করে থাকে। এলআইসিও নিত্যনতুন স্কিমের মাধ্যমে কখনোই গ্রাহকদের নিরাশ করে না। এক্ষেত্রে এবারও এলআইসি নিয়ে এলো এক নয়া স্কিম, যেখানে ৪৫ টাকার বিনিময়ে পেয়ে যাবেন লক্ষাধিক টাকা।
How to investment in this LIC scheme
এই প্রকল্পের নাম হলো জীবন আনন্দ স্কিম (Jeevan Anand Scheme)।
- কত টাকা বিনিয়োগ করতে হবে :
এই পলিসিতে প্রতিদিন ৪৫ টাকা করে জমা দিয়ে এককালীন ২৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
অর্থাৎ প্রতি মাসে আপনাকে ১৩৫৮ টাকা বিনিয়োগ করতে হবে এই স্কিমের আওতায়।
- কতদিনের জন্য করতে হবে এই স্কিম :
দীর্ঘ ২৫ বছরের জন্য এই স্কিমটি করতে হবে। যেখানে বছরে প্রায় ১৬,৩০০ টাকা করে জমা হবে।
- কতদিনে ৪৫ লক্ষ টাকা পাবেন ?
৩০ বছর পর্যন্ত এই স্কিমটি বজায় রাখলে, এলআইসি প্রায় ২৫ লক্ষ টাকা ফেরত দেবে এককালীন। এক্ষেত্রে যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে ১২৫ শতাংশ টাকাই রিটার্ন দেওয়া হবে।
এছাড়া এই স্কিমে রয়েছে বিশেষ কিছু বোনাসের সুবিধা।
আরো পড়ুন – বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে দুই লাখ টাকা
- এই স্কিমে বিনিয়োগ করতে কি কি নথি প্রয়োজন:
এই স্কিমে বিনিয়োগ করতে হলে আপনার কাছে বেশ কিছু নথি অবশ্যই থাকতে হবে। যেমন :
১.আধার কার্ড,
২.ভোটার কার্ড,
৩.প্যান কার্ড
এই নথিগুলি থাকলেই সাধারণ থেকে অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও এই প্রকল্পের আওতায় অর্থ বিনিয়োগ করতে পারে।