Lipstick meaning in Bengali: লিপস্টিককে বাংলায় কী বলে জানেন না? অধিকাংশ মানুষই জানেনা সঠিক উত্তর
মেকআপের অন্যতম প্রধান একটি জিনিস হল লিপস্টিক

Lipstick meaning in Bengali: মেকআপের অন্যতম প্রধান একটি জিনিস হল লিপস্টিক (Lipstick), যার মাধ্যমে মহিলাদের সাজে যেন এক আলাদা মাত্রা চলে আসে। বহু প্রাচীনকাল থেকেই এই লিপস্টিকের প্রচলন রয়েছে। আগেকার দিনে বিভিন্নভাবে লিপস্টিক তৈরি করে ব্যবহার করা হতো। নানান রঙে ঠোঁটকে রাঙিয়ে তোলা হতো সেই সময়েও। এখনো সেই তালিকা থেকে বাদ নেই মহিলারা। নিজের ঠোঁটকে নানান ভাবে সাজিয়ে তোলে নিজেকে অন্য মাত্রায় তুলে ধরতে, লিপস্টিকের জুড়ি মেলা ভার। কাজল, আইশ্যাডো, কম্প্যাক্ট পাউডার এসবের ভিড়েও লিপস্টিক যেন অনন্য।
Lipstick Has a Bengali Word
তবে অনেকেই হয়তো জানেন না, এই লিপস্টিকেরও (Lipstick) একটি বাংলা অর্থ রয়েছে। এমনটা শুনে অবাক লাগলেও, এটি সত্যি! কিন্তু কী সেটি? দেখে নিন এই প্রতিবেদনে।
মধ্যবিত্ত বাঙালি পরিবারে লিপস্টিকের প্রচলন বেশি শুরু হয় সত্যজিৎ রায়ের মহানগর ছবি থেকে। সেই সময় থেকেই লিপস্টিক বলেই ডাকা হতো এটিকে। এখন তো লিপস্টিক না লাগিয়ে কেউ বাড়ি থেকে বেরোতেই চায় না। তবে এই লিপস্টিকেরও বাংলা অভিধান (Bengali Meaning( রয়েছে। লিপস্টিককে বাংলায় বলা হয় ‘ওষ্ঠরঞ্জনী’ অর্থাৎ অধর ও ওষ্ঠকে প্রকৃতপক্ষে ঠোঁটকে যে জিনিস দিয়ে রাঙিয়ে রাখা হয়। সেটিই হল ওষ্ঠ রঞ্জনী। তবে লিপস্টিক শব্দটাই সকলের কাছে বহুল ব্যবহারযোগ্য। এতদিন ধরে মানুষ এই শব্দটার সাথেই বেশি পরিচিত এবং ব্যবহার করে আসছে। তাই নতুন শব্দ তাদের কাছে অধরাই থেকে যাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লেখা। বিশেষজ্ঞদের পরামর্শ আবশ্যক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে