খবর

LPG Price in India: জনসাধারণের জন্য সুখবর! একধাক্কায় অনেকখানি কমলো রান্নার গ্যাসের দাম!

রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমলো ২০০ টাকা।

Advertisements

LPG Price in India: রাত পোহালেই রাখি পূর্ণিমা, আর তার আগেই বড় উপহার পেল গোটা দেশ। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমলো ২০০ টাকা। আজ কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে ঠিক এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুধু সাধারণের রান্নার গ্যাস নয়, পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্যাসের দাম কমানো হয়েছে ৪০০ টাকা।

Union Cabinet Approves Cutting LPG Price by 200 Rs per Cylinder

LPG Price

Advertisements

এ বিষয়ে অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছৃন, “রাখির আগে দেশের সমস্ত সাধারণ নাগরিকের কাছে উপহার”। উল্লেখ্য, ২০১৪ সালে দেশের মসনদের পালা বদল হয়। তারপর থেকেই লাগাতার বাড়তে শুরু করে রান্নার গ্যাসের দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিরোধী দলগুলি একাধিকবার দাম বৃদ্ধিতে সোচ্চার হলেও কোনো ফল মেলেনি।

LPG Price

তবে এবার রান্নার গ্যাসের দাম কমার ফলে খুশি সাধারণ মানুষ। প্রসঙ্গত, সামনে বছরের শুরুতেই লোকসভা নির্বাচন। তার আগে রান্নার গ্যাসের দাম কোনো আগাম ঘোষণা ছাড়াই কমানোর ফলে তাকে নির্বাচনী লড়াইয়ের অঙ্গ হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ। অনেকের মতে আবার, ‘রান্নার গ্যাস মোদীর মাস্টারস্ট্রোক’।

Ujjwal Scheme

LPG Price

এছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উজ্জ্বলা প্রকল্পের অধীনে আরো নতুন ৭৫ লক্ষ এলপিজি গ্যাসের সংযোজন প্রদান করা হবে। বর্তমানে প্রায় ৯.৬ কোটি মানুষ এই সুবিধা ভোগ করে থাকে। আগামীকাল থেকেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম গোটা বাজারে প্রায় ২০০ টাকা কমবে। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের দাম কমবে।

ফের দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের! জানুন কলকাতার নতুন রেট

LPG Price in India: জনসাধারণের জন্য সুখবর! একধাক্কায় অনেকখানি কমলো রান্নার গ্যাসের দাম!

দিল্লি – ১১০৩ টাকা

কলকাতা- ১২১৯ টাকা

মুম্বাই- ১১০২.৫০ টাকা

চেন্নাই- ১১১৮.৫০ টাকা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles