খবর

LPG to GST Rules Changing From November1: ১লা নভেম্বর থেকে নিয়ম পরিবর্তন একাধিক ক্ষেত্রে, জানুন কী প্রভাব পড়তে চলেছে

প্রতি মাসের শুরুতে একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করে কেন্দ্রীয় সরকার।

Advertisements

LPG to GST Rules Changing From November1: আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে নভেম্বর মাস। প্রতি মাসের শুরুতে একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করে কেন্দ্রীয় সরকার। আর্থিক ক্ষেত্রে শুরু হওয়া নতুন নিয়মগুলির জন্য প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনধারায়। নভেম্বর মাসেও মোট পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। যার মধ্যে রয়েছে জিএসটি, এলপিজি গ্যাস সিলিন্ডারের এবং আমদানির ক্ষেত্রে কিছু পরিবর্তন।

জিএসটির ক্ষেত্রে পরিবর্তন:

Advertisements

১০০ কোটি বা তার বেশি টার্নওভার থাকা ব্যবসায়ীদের নভেম্বরের পরে ৩০ দিনের মধ্যে ই-চালান পোর্টালে জিএসটি চালান আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। জিএসটি কর্তৃপক্ষের তরফে এই তথ্য জানানো হয়েছিল নভেম্বর মাসে। শীঘ্রই চালান আপলোড না করলে পরে জরিমানা চাপানো চাপানো হতে পারে।

ল্যাপটপ আমদানিতে নতুন নিয়ম:

Advertisements

কেন্দ্রীয় সরকার ৩০শে অক্টোবর পর্যন্ত ৮৭৪১ ক্যাটেগরির ল্যাপটপ, ট্যাবলেট ও পার্সোনাল কম্পিউটার আমদানিতে ছাড় দিয়েছিল। কিন্তু নভেম্বর মাস থেকে এই নিয়মের কি পরিবর্তন হবে সেই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে ছাড়ের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে কিনা, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে চলছে। আগামী ১লা নভেম্বর থেকে আমদানির ক্ষেত্রে নতুন আইন কার্যকর হবে বলে আশা করা হচ্ছে যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি।

LPG- এর দামে পরিবর্তন:

প্রতি মাসের শুরুতে তেল সংস্থাগুলির তরফে LPG গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করা হয়ে থাকে। নতুন মাসের শুরুতে একইভাবে গ্যাসের দামের পরিবর্তন হতে পারে। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই সস্তা হয়েছিল। সামনেই দীপাবলী আর এই সুবাদে সাধারণ মানুষের সুবিধার্ধে গ্যাস সিলিন্ডারের দাম কমবে কিনা সেই দিকে নজর সকলের।

সিলিন্ডারে কতটুকু গ্যাস অবশিষ্ট? জেনে নিন সহজ উপায়ে

সেনসেক্সে চার্জ- শেয়ার বাজারে বৃদ্ধি পাবে খরচ:

চলতি মাসের ২০ তারিখ বম্বে স্টক এক্সচেঞ্জের তরফে একটি বড় ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল যে ১লা নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হলেও অনেকেরই বক্তব্য, এই সিদ্ধান্ত খুচরো বিনিয়োগকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিরোধিতা সত্ত্বেও এই চার্জ বহাল রাখা হয়েছে।

অ্যামাজন কিন্ডলের নিয়মে পরিবর্তন:

অ্যামাজনের তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসের শুরু থেকে তারা কিন্ডলেতে সাপোর্টেড কিছু ফাইল রিমুভ করছে। এর মধ্যে রয়েছে MOBI (.mobi,azw, .prc) ফাইল। তাই যে সকল ব্যবহারকারীরা MOBI ফাইল লেনদেন বা ব্যবহারে অভ্যস্ত তাঁদের সমস্যা হতে পারে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles