লাইফস্টাইল

Lucky Flower Plant : ভূতে যোগাবে টাকা! ‘অলৌকিক’ ক্ষমতা সম্পন্ন এই গাছ ঘরে রাখলেই উন্নতি নিশ্চিত

বাস্তুবিদদের মতে, এই গাছের গুন অনেক

Advertisement
Advertisements

Lucky Flower Plant : অনেকেই বাড়ির অন্দরমহল থেকে বাহির সজ্জা সবকিছু ভরিয়ে তোলে নিত্য নতুন গাছে Plant । তার মধ্যে বেশ কিছু গাছ বাড়ির মঙ্গল করে। এছাড়া বাড়ি থেকেই সমস্ত নেগেটিভ শক্তি দূরে সরিয়ে ফেলে বিভিন্ন প্রজাতির গাছ। বাস্তুশাস্ত্র মতে, এই জাতীয় গাছের গুন অনেক।

দেখে নিন বাস্তু মতে কোন গাছ (Lucky Plant) আপনার বাড়ির জন্য শুভ শক্তি বয়ে আনবে :

Lucky Flower Plant

এই তালিকায় প্রথমেই রয়েছে পারিজাত গাছ Parajit Plant । লক্ষ্মীর প্রিয় ফুল বলে আখ্যা দেওয়া হয় এই গাছের ফুলকে। এই ব্যাপারে ইন্দোরের জ্যোতির্বিজ্ঞানী কৃষ্ণকান্ত শর্মা অনেক কথাই জানিয়েছেন। সমুদ্র মন্থনের সময়ে পারিজাত গাছও নাকি রত্ন হিসেবে বাইরে বের হয়ে এসেছিল।

Lucky Flower Plant

বাস্তু শাস্ত্রে এই গাছের মাহাত্ম্য:

বাস্তুশাস্ত্র মতে বলা হয়, স্বয়ং দেবতা ইন্দ্র এই গাছের প্রতিষ্ঠাতা। বাড়িতে এই পারিজাত গাছ থাকা খুবই শুভ হলে গণ্য করা হয়। এই গাছ বাড়িতে রাখলে সংসারের যত অশান্তি, তা দূরে সরে যায় এবং ধন-সম্পত্তিতে ভরে উঠে সেই বাড়ি।

Lucky Flower Plant

এই গাছ বাড়িতে থাকলে, সেই বাড়ির লোকেদের মন সর্বদাই শান্ত থাকে। এর দ্বারা মনের মধ্যে এক আলাদাই আনন্দ প্রবাহিত করে। বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে মুহূর্তেই বের করে দেয়, এই অপূর্ব সুন্দর পারিজাত গাছ। শুধু বাস্তুশাস্ত্র বললে ভুল হবে! চিকিৎসা শাস্ত্রেও এই গাছের মহিমা কিছু কম নয়। বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে এই গাছ। এর পাশাপাশি মানুষকে দীর্ঘায়ুও পেতে সাহায্য করে পারিজাত গাছ।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles