অফবিটখবর

Magical Shiva Temple: অলৌকিক শিব মন্দির, প্রতিবারই ঘি পরিণত হয় মাখনে!

কিছু ইতিহাস কিছু পৌরাণিক কাহিনী নিয়ে গঠিত হয়েছে নানান অলৌকিক ঘটনা। যা আজও অবাক করে তোলে সাধারণ মানুষকে!

Advertisements

Magical Shiva Temple: গোটা ভারত জুড়েই রয়েছে বহু মন্দিরের আবাসস্থল। গোটা বিশ্বের নানান সুন্দর ও ঐতিহ্যবাহী মন্দিরে নিদর্শন বয়ে নিয়ে চলেছে এই দেশটি। প্রতিটি মন্দিরেই রয়েছে কিছু না কিছু কাহিনী। কিছু ইতিহাস কিছু পৌরাণিক কাহিনী নিয়ে গঠিত হয়েছে নানান অলৌকিক ঘটনা। যা আজও অবাক করে তোলে সাধারণ মানুষকে! সর্বদাই ভক্তদের ভিড় লেগে থাকে ভারতের এরকমই কিছু অবাক করা মন্দিরে। এর মধ্যেই রয়েছে সেই মন্দির যেখানে কিনা ঘি পরিনত হয় মাখনে! অনেকেই অবশ্য এর পিছনে অদ্ভুত যে অলৌকিক কারণ তা খুঁজে বের করতে পারেনি।

Magical Shiva Temple Where Ghee Turns into Butter

Magical Shiva Temple

কর্নাটকের জনপ্রিয় ডাব্বাসপেট শিবলিঙ্গ নামে পরিচিত এই হিন্দু তীর্থস্থানটি। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫৫৯ ফুট ওপরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গের গায়ে যতবারই ঘি দেওয়া হোক না কেন, তা পরিণত হয় মাখনে। এছাড়া মন্দিরটির প্রাকৃতিক শোভাও অসম্ভব সুন্দর। মন্দিরটিকে ঘিরে রয়েছে অসম্ভব সুন্দর পাহাড়। পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা। স্বাভাবিকভাবেই বছরের পর বছর ধরে বহু দর্শনার্থীর ঢল নামে এই মন্দিরে।

Advertisements

রহস্যময় শিব মন্দির! রাজস্থানের এই মন্দিরে দিনে তিনবার বদলে যায় শিবলিঙ্গের রঙ

মন্দিরের অলৌকিক ঘটনা

Magical Shiva Temple

এই মন্দিরে যখনই শিবলিঙ্গে ঘি দেওয়া হয় লিঙ্গ অভিষেকের জন্য, তখনই সেই ঘি সাদা মাখনে পরিণত হয়ে যায়। জানা যায় প্রায় ১৬০০ বছর ধরে এরকমই অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, এই যে মাখন তা অনেকেই সংগ্রহ করে কারণ এর নাকি ঔষধি গুন রয়েছে ভয়ংকর। বিভিন্ন বড় বড় রোগ নিরাময় করে তুলতে পারে এই সাদা মাখন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles