Mahalaya 2023: স্টার জলসায় মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গা রূপে কোয়েল মল্লিক, জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে টিজার
দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার দিন থেকেই।

Mahalaya 2023: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর। সর্বত্র কেনাকাটার ভিড়। প্রতি বছর পুজোর এই চারটি দিনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে বাঙালি। পুজোর চার দিন সবকিছু ভুলে আনন্দে মেতে ওঠেন সকলেই।
Mahalaya 2023
পুজোর ঠিক এক সপ্তাহ আগেই পালিত হয় মহালয়া। দেবীপক্ষের সূচনা হয় এই দিন থেকেই। তার আগে ১৫ দিন চলে পিতৃপক্ষ। মহালয়ার ভোরে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। মহালয়া নিয়ে বাঙালির ক্রেজ বহু পুরোনো। ভোর চারটের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরে মহিষাসুরমর্দিনী শোনার রীতি আজও বর্তমান। মহালয়ার ভোরে সকলের ঘরে কান পাতলেই শোনা যাবে সেই কণ্ঠস্বর।
তবে রেডিওর পাশাপাশি বর্তমানে টিভির পর্দাতেও মহিষাসুরমর্দিনী সম্প্রচার করা হয়ে থাকে। টিভির পর্দায় মহিষাসুরমর্দিনী দেখার রেওয়াজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে নব প্রজন্ম রেডিওর থেকে টেলিভিশনে মহালয়া দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমানে টেলিভিশনের প্রায় প্রতিটি চ্যানেলেই মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী সম্প্রচার করা হয়ে থাকে। টেলিভিশনের পর্দায় সম্প্রচার হওয়া এই মহিষাসুরমর্দিনীতে পূর্বে টলি নায়িকাদের অনেককেই দেবী দুর্গার রূপে দেখা গিয়েছে। প্রতিবারের মতো এইবারেও মহালয়ার ভোরে প্রতিটি চ্যানেলে সম্প্রচারিত হবে মহিষাসুরমর্দিনী। কোন চ্যানেলে কাকে দেবী দূর্গা রূপে দেখা যাবে তা জানতে উৎসুক থাকেন সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিটি বাংলা চ্যানেলই একে অপরকে টেক্কা দিতে শামিল হয় প্রতিযোগিতায়।
Koel Mallick as Goddess Durga in Star Jalsa
কিছুদিন আগেও টলিপাড়ায় কানাঘুষা শোনা গিয়েছিল এই বছর স্টার জলসায় দুষ্টের দমন করবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এইবার সেই খবরেই পড়ল সিলমোহর। স্টার জলসার (Star Jalsha) চ্যানেল কর্তৃপক্ষের তরফে মহিষাসুরমর্দিনী প্রথম ঝলক অর্থাৎ প্রোমো সম্প্রচার করা হয়েছে। ১৪ই অক্টোবর ভোর পাঁচটায় মহালয়ার পুন্যলগ্নে স্টার জলসার পর্দায় দেবী দুর্গা রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mallick)।
ভারতের এই শিব মন্দিরে অলৌকিকভাবে প্রতিদিন বেড়েই চলছে নন্দী মূর্তি! জানুন আসল রহস্য
দু’বছর আগে কালার্স বাংলায় (Colors Bangla) প্রথমবার দেবী দুর্গা রূপে দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। এই বছর স্টার জলসার পর্দায় তাঁকে আবারও দেখা যাবে দেবী দুর্গা রূপে। এই বছর স্টার জলসার মহালয়া প্রযোজনার দায়িত্বে আছেন সুরিন্দর ফিল্মস। কোয়েল মল্লিকের এই কামব্যাকে খুশি সকল দর্শক। আপাতত সকলেই অপেক্ষা করছেন দেবী দুর্গার রূপে নিজেদের প্রিয় অভিনেত্রীর চমক দেখার জন্য।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি