Makeup Hacks: কাজল পড়লেই ঘেঁটে যায়? চিন্তা নেই এই উপায়ে কাজল থাকবে যথাযথ!
বহু প্রাচীনকাল থেকেই চোখের প্রসাধন সামগ্রী বলতে, কাজলেরই ব্যবহার ছিল।

Makeup Hacks: চোখের সৌন্দর্য্য কয়েকগুণ বাড়িয়ে তোলে কাজল (Kajal)। বহু প্রাচীনকাল থেকেই চোখের প্রসাধন সামগ্রী বলতে, কাজলেরই ব্যবহার ছিল। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই কাজল পড়লে বিভিন্ন রকম সমস্যা হয়। কখনো কাজল ঘেঁটে গিয়ে গোটা চোখ কালো হয়ে যায়, কখনো বা তা লাগানোর পরেই রীতিমতো উবে যায়! এদিকে আবার নিজের সাজকে সম্পূর্ণ করতে গেলে কাজল তো লাগাতেই হবে। তাহলে কীভাবে করা যায় সমস্যার সমাধান? আর চিন্তা নেই, আজকের এই প্রতিবেদনে রইল ৫টি সেরা টিপস, যার মাধ্যমে চোখে কাজল থাকবে একেবারে অক্ষত।
Makeup Hacks: These Tips will Prevent Your Kajal from Smudging
- প্রাইমার ব্যবহার করা উচিত
চোখে কাজল লাগানোর আগে ভালো করে প্রাইমার লাগাতে হবে। চোখের নিচে এবং যেখানে কাজল লাগানো হয় সেখানেও। এতে কাজল দীর্ঘক্ষণ পর্যন্ত একই রকম থাকে।
- চোখের কোণায় বেশি কাজল লাগানো যাবে না
কাজল চোখে লাগানোর সময় খেয়াল রাখতে হবে, চোখের বাইরের কোনায় কিংবা ভিতরের কোনায় যেন বেশি কাজল না থাকে। এতে কাজল ঘেঁটে যাওয়ার সম্ভাবনা কমে।
লিপস্টিককে বাংলায় কী বলে জানেন না? অধিকাংশ মানুষই জানেনা সঠিক উত্তর
- লুজ পাউডারের ব্যবহার
কাজল লাগানো হয়ে গেলে তার ওপরে অল্প করে লুজ পাউডার লাগালে যে অতিরিক্ত তেল বা ঘাম থাকে, তা দূর হয়ে যায় এবং কাজল বহুক্ষণ পর্যন্ত একই রকম থাকে।
- সঠিক রঙের আইশ্যাডোর ব্যবহার
কাজল লাগানোর পর কালো বা বাদামি রঙের আইশ্যাডো লাগালে চোখের ওয়াটার লাইন আরও সুন্দরভাবে সংজ্ঞায়িত হবে। এছাড়া এই আইশ্যাডোর দ্বারা মনে হবে, সব যেন একই জায়গায় একেবারে অক্ষত রয়েছে।
- ইয়ার বাডের ব্যবহার
যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক এবং কাজল ঘেঁটে যাওয়ার আশঙ্কা থাকে, তাদের সব সময় এই জাতীয় জিনিস সঙ্গে নিয়ে চলা উচিত। এর ফলে কাজল ঘেঁটে গেলে, সঙ্গে সঙ্গে তা মুছে ফেলে সঠিক পর্যায়ে আনা সম্ভব।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি