ট্রেন্ডিং

Matchstick Puzzle: মাত্র ২টি কাঠি সরিয়ে গাণিতের সঠিক সমাধানটি করতে পারলেই আপনি চ্যাম্পিয়ন!

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেশলাই কাঠি দিয়ে তৈরি গাণিতিক সমস্যাগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Advertisements

Matchstick Puzzle: বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ধাঁধার সমাধান বের করাটা সহজ কাজ নয়! তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেশলাই কাঠি দিয়ে তৈরি গাণিতিক সমস্যাগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গাণিতিক সমস্যা বললে ভুল হবে, এটি এক প্রকারের গাণিতিক ধাঁধা। প্রখর বুদ্ধিদীপ্ততা এবং পর্যবেক্ষণের দ্বারা গাণিতিক ধাঁধার সমাধানে আসা সম্ভব। সব বয়সের মানুষরা যারা অঙ্ক কষতে ভালোবাসে, তারা কিন্তু এই ধাঁধায় অংশগ্রহণ করছে এবং প্রখর বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগিয়ে ধাঁধার সমাধানও বের করছেন। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি সহজ ধাঁধা এনে হাজির করা হলো। নিজের অঙ্ক এবং ধাঁধার সমাধানের বুদ্ধি ঠিক কতটা ভালো, তা পরীক্ষা করে নেওয়া যাক এবার।

1-3=5 Fix The Equation

Matchstick Puzzle: মাত্র ২টি কাঠি সরিয়ে গাণিতের সঠিক সমাধানটি করতে পারলেই আপনি চ্যাম্পিয়ন!

Advertisements

 

উপরের ছবিটি ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে, বেশ কয়েকটি দেশলাই কাঠি দিয়ে একটি গাণিতিক রূপ প্রদান করা হয়েছে। গাণিতিক রূপটি হলো ঠিক এরকম 1-3=5। দেখে বোঝা যাচ্ছে এটি সম্পূর্ণ ভুল অঙ্ক। এবার সমাধানকারীর কাজ হল, বুদ্ধিকে কাজে লাগিয়ে সঠিক গাণিতিক রূপটি প্রদান করা। তাই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ধাঁধাটি। চাইলে কাঠিগুলি সরিয়েও সঠিক গাণিতিক রূপটি প্রদান করা যেতে পারে।

Advertisements

Matchstick Puzzle: 1-3=5 Fix The Equation By Moving 2 Stick

Matchstick Puzzle: মাত্র ২টি কাঠি সরিয়ে গাণিতের সঠিক সমাধানটি করতে পারলেই আপনি চ্যাম্পিয়ন!

তবে হ্যাঁ এতগুলি কাঠির মধ্যে থেকে মাত্র ২টি কাঠি সরাতে পারবে সমাধানকারীরা। দুইটির বেশি কাঠি সরিয়ে যদি সঠিক রূপটি প্রদান করা হয়, তাহলে সে ধাঁধাতে উত্তীর্ণ হতে পারবে না। তাই ভালোভাবে মনোযোগ সহকারে চোখ রাখতে হবে দেশলাই কাঠি দিয়ে তৈরি ধাঁধাটির দিকে।

ভালোভাবে পর্যবেক্ষণ কর অঙ্কটি।

নিজের অঙ্ক সমাধানের দক্ষতাকেও প্রমাণ করে দেখান।

যে সমাধানটি যত দ্রুততার সাথে করবেন তত বেশি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবেন।

1-3=5 Fix The Equation By Moving 2 Stick Solution

কি সঠিক সমাধানে আসতে পেরেছেন? সঠিক গাণিতিক রূপটি কি প্রকাশ করতে পেরেছেন? না পারলেও সমস্যা নেই। এই প্রতিবেদনেই পেয়ে যাবেন কীভাবে অঙ্কটি ঠিকভাবে প্রদর্শন করা যায়।

1 টি মাত্র কাঠি সরিয়ে ভুল অঙ্কটির সঠিক সমাধান বের করুন

Matchstick Puzzle

প্রথমে ‘5’-এর নিচের অংশ থেকে একটি কাঠি সরিয়ে, অপরদিকে থাকা ‘1’-এর মাথায় বসাতে হবে। যার ফলে এটি হবে ‘7’।

Matchstick Puzzle

এরপরে ‘5’-এর উপরের কাঠিটি সরিয়ে তার নীচে স্থানান্তরিত করুন, যাতে ‘5’ সংখ্যাটি দেখতে লাগবে ‘4’।

এবারে অঙ্কটি হবে ঠিক এরকম ‘7-3=4’।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles