Meena Kumari Biopic: ‘ট্রাজেডি কুইন’ মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন কৃতি স্যানন, পরিচালনায় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা
খুব শীঘ্রই প্রয়াত অভিনেত্রী মিনা কুমারীর একটি বায়োপিক তৈরি করতে চলেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

Meena Kumari Biopic: ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা (Manish Malhotra) এবার পরিচালকের ভূমিকায়। খুব শীঘ্রই প্রয়াত অভিনেত্রী মিনা কুমারীর একটি বায়োপিক (Meena Kumari Biopic) তৈরি করতে চলেছেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ মিনা কুমারীর (Meena kumari) ভূমিকায় থাকছেন কৃতি স্যানন (Kriti Sanon)। আদি পুরুষের সীতা চরিত্রে তার অভিনয় স্বাভাবিকভাবেই প্রভাবিত করেছে পরিচালককে। তাই আসন্ন বায়োপিকে মুখ্য চরিত্রে তাকে রাখার কথাই আপাতত ঠিক হয়েছে।
Manish Malhotra is Making Meena Kumari Biopic
ভূষণ কুমারের নেতৃত্বে এবং টি সিরজের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। আপাতত স্ক্রিপ্টের কাজে বেশ ব্যস্ত চলচ্চিত্র গঠনকারী দল। বলিউড (Bollywood) সিনেমায় মিনা কুমারীর অভিনয় জীবন নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ফ্যাশন ডিজাইনার তথা বর্তমান পরিচালক মনীশ মালহোত্রা, প্রায়শই মিনা কুমারীর প্রশংসায় মুখরিত হতেন। তিনি বলতেন, মিনা কুমারীর যে সৌন্দর্য ছিল তা সত্যিই স্বপ্ন! সেই কারণেই মিনা কুমারীর বায়োপিক তৈরিতে এতটা আস্থা প্রবণ তিনি।
Kriti Sanon As Meena Kumari
এদিকে অভিনেত্রীর কৃতি সাননও (Kriti Sanon) বেশ ব্যস্ত। মিনা কুমারীর বায়োপিক ছাড়াও একাধিক কাজ রয়েছে তার সামনে। বিকাশ বাহলের গণপথ- পার্ট ১-এ টাইগার শ্রফ এবং অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করতে চলেছেন তিনি। এছাড়াও রিয়া কাপুরের দ্য ক্রুতে কারিনা কাপুর, দিলজিৎ ও তাঁবুর পাশাপাশি তাকেও দেখা যাবে। এছাড়া আগামী অক্টোবরে একটি ছবিতে শাহিদ কাপুরের সাথে অভিনয় করতে চলেছে কৃতি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দিকেও মনোনিবেশ করছেন অভিনেত্রী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি