Icche Putul: জমজমাট এপিসোড! মান অভিমান ভুলে পূজোর প্রোগ্রামে একসঙ্গে গলা মেলালো নীল ও মেঘ
বর্তমানে একের পর ধামাকাদার পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। বর্তমানে একের পর ধামাকাদার পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এই ধারাবাহিক। টানটান উত্তেজনায় ভরপুর হওয়ায় একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। নিত্য দর্শকরা সকলেই জানেন ময়ূরী ও রূপের আসল চেহারা সামনে আসার পরই মেঘকে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন সকলে। নীলও চাইছে মেঘকে ডিভোর্স না দিতে। কিন্তু মেঘ স্পষ্ট জানিয়ে দিয়েছে নীল ডিভোর্স না দিলে সে কেস করতে বাধ্য হবে। মেঘের মন কীভাবে গলবে সেই নিয়ে চিন্তিত সকলেই।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, নীল কোর্টে উপস্থিত না হওয়ায় মেঘ ও নীলের ডিভোর্স আটকে যায়। এরপরই দেখা যায় নীলের পাড়ার দুর্গা পূজোয় মেঘকে গান গাওয়ার অনুরোধ জানায় সকলে। মেঘ সকলকে ফিরিয়ে দেয়। হঠাৎই মেঘের বাড়িতে যান পাড়ার বিমল কাকু ও পাড়ার ছেলেরা। তাদের দেখে মেঘ মনে মনে অসন্তুষ্ট হলেও বহিঃপ্রকাশ করে না। মেঘকে বিমল কাকু এক ঘণ্টা নীলদের অর্থাৎ তাদের পাড়ার অনুষ্ঠানে গান গাইতে অনুরোধ জানায়।
মেঘ কঠোরভাবে জানিয়ে দেয় সে আর তাদের পাড়ার বউ নেই। এখন সে একজন প্রফেশনাল সিঙ্গার। তাই উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়েই সে গান গাইবে। তার কথা শুনে চমকে যায় বিমল কাকু সহ পাড়ার অন্যান্য সকলেই। তারা জানায় ক্লাবের সকলের সঙ্গে কথা বলে সে মেঘকে জানাবে। তারা চলে যাওয়ার পর মেঘ তার বাবাকে জানায় যে এই কথাগুলি গাঙ্গুলী বাড়ির সকলে জানলে তাকে খারাপ ভাববে আর সেটাই সে চায়। এরপরই বাবার সামনে কান্নায় ভেঙে পড়ে মেঘ।
গল্পে নতুন মোড়! গর্ভে রূপের সন্তান জেনে নিজেকে শেষ করতে গেলে গিনিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল জিষ্ণু
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের আসন্ন আগামী পর্ব যেখানে দেখা যাবে অষ্টমীর দিন মেঘ নীলদের পাড়ার অনুষ্ঠানে গান গাইতে আসে। স্টেজে উঠে নীলের কথা ভাবতে ভাবতে সে গানের অন্তরা ভুল গেলে তার সঙ্গে গলা মেলায় নীল। নীলকে গান গাইতে দেখে রীতিমতো চমকে যায় মেঘ কিন্তু ততক্ষনে চারদিক থেকে বাহবা দিতে শুরু করে সকলে। মেঘ ও নীলের যৌথ পারফরমেন্স দেখে চোখ জুড়িয়ে যায় গাঙ্গুলী পরিবারের সকলেই। এমন সময় সেই অনুষ্ঠানে উপস্থিত হয় ময়ূরী। সে মনে মনে ভাবতে থাকে নীলের কাছাকাছি আসতে মেঘ ইচ্ছা করে গান ভুলে যাওয়ার নাটক করছে। এরপরই দেখা যায় সকলে নীল ও মেঘকে আর একটি গান গাইতে অনুরোধ করে। তবে মেঘ জানায় তাকে একটি গান গাওয়ার জন্যই ডাকা হয়েছিল এবং সে গেয়েছে তাই তাকে যেন আর জোর করা না হয়। সেই সময়ই স্টেজে উঠে আসে ঠাম্মি। তবে কী এইবার ঠাম্মির অনুরোধে আরও একটি গানে নীলের সঙ্গে গলা মেলাবে মেঘ! এইভাবে যদি সত্যি আস্তে আস্তে আবারও নীল ও মেঘ দুজনের কাছাকাছি আসে তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি