বিনোদন দুনিয়াভিডিও

Monami Ghosh: ভোকাট্টা! বিশ্বকর্মা পূজায় লাটাই হাতে অন্য মেজাজে টলি ডিভা মনামী

বিগত কিছু বছর যাবৎ বেশ কিছু ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

Advertisements

Monami Ghosh: টেলিপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। বিভিন্ন সময়ে মেগা সিরিয়াল ও ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বিগত কিছু বছর যাবৎ বেশ কিছু ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

Monami Ghosh

Monami Ghosh

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ এই অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিওতে প্রায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি বা রিলস ভিডিও শেয়ার করে থাকেন তিনি। যা বেশ ভাইরাল হয় নেটদুনিয়ায়। ৪০ বছর বয়সেও তার লাস্যময়ী রূপ নজর ঘুম কাড়ে তার পুরুষ ভক্তদের। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শিতা অর্জন করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের ট্রেন্ডিং গানে মাঝেমধ্যেই তাল মেলাতে দেখা যায় তাকে।

Monami Ghosh Viral Video

আজ বিশ্বকর্মা পূজার আবহে সকাল থেকেই চারদিক থেকে ভেসে আসছে ভো-কাট্টা কলরব। আকাশে উড়ছে বাহারি ঘুড়ি। এরই মাঝে অভিনেত্রী মনামী ঘোষকে দেখা গিয়েছে নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘুড়ি ও লাটাই নিয়ে একটি রিলস ভিডিও পোস্ট করতে। ভিডিওটিতে প্রথমেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি লাটাই। এরপর ভিডিওতে তাকে ঘুড়ি ওড়াতেও দেখা গিয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ইনস্টাগ্রামের ট্রেন্ডিং একটি মিউজিক।

Advertisements

মাথায় মুকুট, বধূবেশে কুমারটুলিতে দেখা মিলল ‘পুতুল’ শ্রীতমা ভট্টাচার্যের!

অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের একটি ল্যাহেঙ্গা। তার এক্সপ্রেশন ও চোখের চাহনিতে একটি অতি সাধারণ ভিডিও অসাধারণ হয়ে উঠেছে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘রাইস অর রিগ্রেট? আই উইল চুস দ্য ফার্স্ট ওয়ান… ইউ’। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ২৫ হাজারের বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটিকে। ভিডিওটি শেয়ারের পর থেকেই বিভিন্ন ধরনের মন্তব্যে গড়ে উঠেছে ভিডিওটি কমেন্ট সেকশন। অনেকেই লিখেছেন, তাকে সেক্সী লাগছে আবার অনেকে তির্যক মন্তব্যও ছুঁড়ে দিয়েছেন তার দিকে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles