খবর

Monsoon Update: গরমে ওষ্ঠাগত প্রাণ! অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর

রাজ্যবাসী নাকাল হয়ে যাচ্ছে সূর্যের প্রকট দাবদাহে।

Advertisements

Monsoon Update: গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ। রাজ্যবাসী নাকাল হয়ে যাচ্ছে সূর্যের প্রকট দাবদাহে। আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী, আদেও যে কবে বর্ষা ঢুকবে রাজ্যে তার কোন ঠিক নেই। এমনিতেই বর্ষা আসার সময় পার হয়ে গিয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপাতত স্বস্তির খবর পাওয়া গেল। মৌসুম ভবনের তরফ থেকে জানা গেছে, সোমবার দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপ তৈরি হবে, যার ফলে এটি ঘূর্ণিঝড় (Cyclone) পরিণত হতে পারে।

West Bengal Cyclone Update (Monsoon Update)

Weather update

আপাতত রাজ্যজুড়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাই রয়েছে। আগামী দুই দিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় (Cyclone) প্রবল শক্তি ধরে রাজ্যে প্রবেশ করতে চলেছে। তবে বর্ষা (Monsoon) আসতে আপাতত অনেকটাই দেরি। আরব সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত পরে মৌসুমী বায়ু হয়ে কেরল উপকূলের দিকে চলে যাবে। তবে কেরলেও আপাতত বর্ষার কোন সম্ভাবনা নেই। বঙ্গবাসীর মতো কেরলবাসীদেরও দিন কাটছে অপেক্ষায়।

আরো পড়ুন – রাজ্যে ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়, বৃষ্টির সম্ভবনা ৫ জেলায়

Two Cyclones in West Bengal

Weather update

তবে আবহাওয়াবিদরা এও জানিয়েছে যে, ওই ঘূর্ণিঝড় ছাড়াও আরো একটি ঘূর্ণিঝড় ২৪ ঘন্টার মধ্যে সৃষ্টি হতে চলেছে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট নিম্নচাপই রাজ্যে বর্ষাকে আরো দেরিতে নিয়ে আসবে। কেরলেও (Kerala Weather) মৌসুমী বায়ু অনেক দেরিতে প্রবেশ করবে। আবহাওয়াবিদরা জানিয়েছে, ৪ ঠা জুনের মধ্যে কেরালায় বর্ষা আসতে পারে।

Weather update

তবে বাংলাতে আরও দেরিতে মৌসুমী বায়ু প্রবেশ করবে। আপাতত রাজ্যজুড়ে তাপপ্রবাহ চললেও, আবহাওয়াবিদদের কথা অনুযায়ী বর্ষার সময়ে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত হবে এবং এল নিনোর প্রভাব থাকবে রাজ্যজুড়ে।

Related Articles