Monsoon: বর্ষাকালে রোদ ছাড়াই শুকাবে ভেজা জামা কাপড়! মেনে চলুন এই নিয়মগুলি
বর্ষাকাল মানেই সব থেকে বড় চিন্তা জামাকাপড় শুকানোর। এই সময় বাইরে রোদের দেখা মিললেও সেটা মাত্র কয়েক মিনিটের জন্য।

Monsoon: আসি আসি করে অবশেষে এসেছে বর্ষা (Monsoon)। দেশের বিভিন্ন প্রান্তে দেখা মিলছে বৃষ্টির। কোথাও হালকা, তো কোথাও ভারী বৃষ্টির দেখা মিলছে। আর বর্ষাকাল মানেই সব থেকে বড় চিন্তা জামাকাপড় শুকানোর। এই সময় বাইরে রোদের দেখা মিললেও সেটা মাত্র কয়েক মিনিটের জন্য। সবচেয়ে বড় সমস্যা হল এই সময় জামা কাপড় না শুকালে ভেজা জামা কাপড় থেকে বেরোয় দুর্গন্ধ। এই সমস্যায় ভুগতে হয় কমবেশি সকলকেই। তবে সমস্যা থাকলে সমাধানও আছে। এ ধরনের সমস্যা এড়াতে মেনে চলতে হবে বেশ কিছু টিপস। যেগুলি মেনে চললে খুব সহজেই শুকিয়ে নেওয়া যাবে ভেজা জামা কাপড়।বর্তমানে প্রায় বেশিরভাগ বাড়িতেই রয়েছে ওয়াশিং মেশিন। বর্ষাকালে (Monsoon) জামা কাপড় কাচার পর ওয়াশিং মেশিনে ড্রাই করে নেওয়া যেতে পারে। এতে সহজেই শুকিয়ে যাবে জামা কাপড়।
ওয়াশিং মেশিন কিংবা হাতে জামা কাপড় ধোয়ার পর তা ভালো করে নিংড়ে শুকাতে দিতে হবে। অনেকেই জল ভালো করে না ঝড়িয়েই জামা কাপড় মিলে দেন ফলে অনেকটা সময় লেগে যায় এগুলি শুকাতে।
Monsoon Tips:
অতিরিক্ত বৃষ্টির কারণে যদি একেবারেই জামা কাপড় বাইরে মেলা না যায় তাহলে ঘরে জামা কাপড় শুকাতে দিয়ে খুলে রাখতে হবে দরজা-জানলা। হাওয়া বাতাস চলাচল করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
জামা কাপড় শুকাতে দেওয়ার আগে সেগুলিকে হ্যাঙ্গারে টাঙিয়ে দড়িতে ঝুলিয়ে দিতে হবে এতে দুপিঠ ভালো করে শুকিয়ে যাবে।
বর্ষায় হাত-পা থাকবে পরিষ্কার ও ঝকঝকে, ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান
ঘরের মধ্যে জামা কাপড় শুকালে থেকে যায় স্যাঁতস্যাঁতে ভাব তাই এগুলি পরার আগে ইস্ত্রি করে নিতে হবে।
যে ঘরে জামা কাপড় শুকাতে দেওয়া হচ্ছে সে ঘরে একটি স্ট্যান্ড ফ্যান কিংবা রুম হিটার লাগানোর ব্যবস্থা করতে হবে। এতে সহজেই শুকিয়ে যাবে জামা কাপড়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি