বিনোদন দুনিয়া

Bollywood actress: কঙ্কনা রানাউত কিংবা বিদ্যা বালান নন! এই অভিনেত্রী জিতেছেন সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার

এখনও পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী

Advertisements

Bollywood actress: দেশের প্রতিটি ভাষার সিনেমার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলির মধ্যে একটি হল জাতীয় পুরস্কার সম্মান। দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়। এখনও পর্যন্ত বলিউডের বহু তারকা জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার সম্মান। 1967 সালে 15 তম সংস্করণে সেরা অভিনেত্রীর (Bollywood actress) পুরস্কার জিতে নিয়েছিলেন নার্গিস দত্ত। এখনও পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী (Bollywood actress)। ক্যারিয়ারে এখনও পর্যন্ত 5 বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। বয়স 60 এর গণ্ডি পেরিয়ে গেলেও এখনও তিনি স্বমহিমায় টিকে রয়েছেন বলিউডে।

This Bollywood actress has won most National Film Awards for Best Actress

1974 সালে বক্স অফিসে মুক্তিপ্রাপ্ত শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ চলচ্চিত্রের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার সম্মানে সম্মানিত করা হয়েছিল বর্ষিয়ান এই অভিনেত্রীকে। এরপর পরপর তিন বছর তিনি জিতে নেন সেরার শিরোপা। তাঁর জায়গা এখনও পর্যন্ত দখল করতে পারেননি বর্তমানের অভিনেত্রীরা। এমনকি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি।

Advertisements

Bollywood actress

কথা হচ্ছে, শাবানা আজমিকে ( Shabana Azmi) নিয়ে। ‘ অঙ্কুর ‘, ‘মানি’, ‘খন্ডার’, ‘পার’, ‘গডমাদার’ ছবির জন্য তাকে দেওয়া হয়েছিল এই পুরস্কার। শাবানা আজমির (Shabana Azmi) পর মেগাস্টার অমিতাভ বচ্চনের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার। এখনও পর্যন্ত মোট 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও এই তালিকায় রয়েছেন বর্তমানের অভিনেত্রী কঙ্কনা রানাউত। 3 বার এই সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। এছাড়াও রয়েছেন কমল হাসান, পঙ্কজ কাপুর, নানা পাটেকর, মিঠুন চক্রবর্তী, নাসির উদ্দিন খান সহ বহু তারকারাই।

Advertisements

ছোট্ট মেয়েটি এককালে বলিউডের সেরা অভিনেত্রী ছিলেন, বলতে পারবেন ইনি কে? 99 শতাংশ মানুষের উত্তর অজানা

Bollywood actress

উল্লেখ্য, খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে শাবানা আজমিকে (Shabana Azmi)। করণ জোহর পরিচালিত ছবি ‘রকি ওর রানী কি প্রেম কাহানী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। চলতি মাসের 28 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles