Powerful Military: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কোন দেশের? ভারতের স্থান কত নম্বরে জানেন?
সশস্ত্র সামরিক বাহিনীর তালিকায় ঠিক কত নাম্বারে আছে ভারত, সেই তথ্য জানতেও আগ্রহী সাধারণ মানুষ।

Powerful Military: প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ট্র্যাক করতে পারে এরকম একটি ওয়েবসাইট হলো গ্লোবাল ফায়ারপাওয়ার (Global Firepower)। সেই গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় সকলেরই মনে হয় যে, তাহলে কি সশস্ত্র সামরিক বাহিনীর দরকার পড়বে! সেই দেশের এই তালিকা থেকে বাদ নেই ভারত। সশস্ত্র সামরিক বাহিনীর তালিকায় ঠিক কত নাম্বারে আছে ভারত, সেই তথ্য জানতেও আগ্রহী সাধারণ মানুষ।
Most Powerful Military Army
তবে এই ভিত্তিতেই বলে রাখা ভালো, বিশ্বের দুর্বল সামরিক শক্তির দেশও বেশ কিছু রয়েছে। যার মধ্যে ভুটান আইসল্যান্ড সহ আরো ৬০ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Global Firepower Report
গ্লোবাল পাওয়ার ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে, একটি দেশ সামরিক বাহিনীর দিক থেকে কতটা শক্তিশালী; তা তার আর্থিক অবস্থা, সামরিক বাহিনীর জোর এবং ভৌগোলিক অবস্থা সবকিছুর ওপর ভিত্তি করেই গঠিত করা হয় আর এই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ভারত (India)। যার ফলে ভারত খুব একটা পিছিয়ে রয়েছে এমনটাও বলা যায় না।
Here are The 10 Nations with Most Powerful Militaries in The World:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় থাকা ১০ টি দেশ হল-
- যুক্তরাষ্ট্র
- রাশিয়ার
- চীন
- ভারত
- যুক্তরাজ্য
- দক্ষিণ কোরিয়া
- পাকিস্তান
- জাপান
- ফ্রান্স
- ইতালি
Here are The 10 Nations With Least Powerful Militaries in The World:
বিশ্বের কম শক্তিশালী সামরিক বাহিনীর (Powerful Military) দেশের তালিকায় যে ১০ টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে-
- ভুটান
- বেনিন
- মলদোভা
- সোমালিয়া
- লাইবেরিয়া
- সুরিনাম
- বেলিজ
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- আইসল্যান্ড
- সিরিয়া লিওন
Changes from Last Year?
গতবছরের তালিকা অনুযায়ী বেশ কিছু পরিবর্তন এসেছে এবারের গ্লোবাল ফায়ারপাওয়ারের রিপোর্টে।
যেমন যুক্তরাজ্য গত বছর অষ্টম স্থানে ছিল কিন্তু এই বছর তা এসেছে পঞ্চম স্থানে।
একইভাবে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।
গত বছর সেরা দশের তালিকায় পাকিস্তান ছিল না, বর্তমানে সপ্তম নম্বর এই দেশ জায়গা করে নিয়েছে।
এছাড়া জাপান ও ফ্রান্স গত বছর পঞ্চম ও সপ্তম স্থানে ছিল। এই বছরে তারা এসেছে অষ্টম ও নবম স্থানে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি