অফবিট

Mysterious Temple In India: রহস্যে মোরা ভারতের এই মন্দিরে মানুষ পরিণত হয় পাথরে! জানুন আসল রহস্য

ভারতের প্রায় প্রতিটি মন্দিরের পিছনেই লুকিয়ে রয়েছে কিছু রহস্য, পৌরাণিক কাহিনী বা ইতিহাস।

Advertisements

Mysterious Temple In India: সারা বিশ্বে এমন অনেক মন্দির আছে যা রহস্যে মোড়া। বিশেষ করে ভারতে এইরকম রহস্যময় মন্দিরের প্রাচুর্য লক্ষ করা যায়। ভারতের প্রায় প্রতিটি মন্দিরের পিছনেই লুকিয়ে রয়েছে কিছু রহস্য, পৌরাণিক কাহিনী বা ইতিহাস। এই সকল রহস্যময় মন্দিরের অজানা কাহিনী বরাবরই মানুষকে আকর্ষণ করে। এমনই একটি রহস্যে মোড়া মন্দির হলো কিরাডু মন্দির। তবে সন্ধ্যার পর এই মন্দিরে কেউ যায়না। এমনকি রাতেও কেউ থাকতে চায় না। কথিত আছে, যে এই মন্দিরে রাতে থাকে সেই পাথর হয়ে যায়।

Kiradu Temple History

Kiradu Temple

Advertisements

কিরাডু মন্দিরটি রাজস্থানের বারমের জেলায় অবস্থিত। কিরাডুকে রাজস্থানের খাজুরাহোও বলা হয়ে থাকে। মন্দিরটিতে দক্ষিণ ভারতীয় শৈলীর ছাপ লক্ষ করা যায়। মন্দিরটি তার স্থাপত্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। কথিত আছে, ১১৬১ খ্রিস্টপূর্বাব্দে এই স্থানের নাম ছিল ‘কিরাত কুপ’।

পাঁচটি মন্দিরের সমন্বয় গড়ে উঠেছিল এই কিরাডু মন্দির। তবে এর মধ্যে শুধুমাত্র বিষ্ণু মন্দির এবং শিব মন্দির (সোমেশ্বর মন্দির) কিছুটা ভাল অবস্থায় রয়েছে, বাকিগুলি ধ্বংসস্তূপে পরিণত রয়েছে। এই মন্দিরগুলির নির্মাতা কে ছিলেন সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে মন্দিরগুলির গঠন দেখে অনুমান করা হয় সেগুলি দক্ষিণের গুর্জরা-প্রতিহার রাজবংশ, সঙ্গম রাজবংশ বা গুপ্ত রাজবংশের আমলে নির্মিত হয়েছিল।

Advertisements

Kiradu The Mysterious Temple

Mysterious Temple

এই মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে এক অজানা গল্প। কথিত আছে, বহু বছর আগে একজন সিদ্ধ সাধু তার কয়েকজন শিষ্যের সাথে কিরাডুতে এসেছিলেন। একদিন তার শিষ্যদের সেখানে রেখে বেড়াতে গিয়েছিলেন তিনি।সেই সময় তার এক শিষ্যের। শারীরিক অবস্থার অবনতি হয়। গ্রামবাসীর কাছে সাহায্য চাইলেও সেই সময় তাদের সাহায্য করেনি কেউ। পরে সিদ্ধ ঋষি সেখানে ফিরে এসে সব জানতে পেরে ক্রুদ্ধ হয়ে গ্রামবাসীদের অভিশাপ দেন যে সূর্যাস্তের পর সবাই পাথর হয়ে যাবে।

বিশ্বকর্মা পূজার দিন কেন ওড়ানো হয় ঘুড়ি? জানেন এর ইতিহাস?

Kiradu Temple

এই মন্দিরের আরও একটি প্রচলিত বিশ্বাস অনুসারে, একজন মহিলা ঋষির শিষ্যদের সাহায্য করেছিলেন, তাই ঋষি মহিলাটিকে সন্ধ্যার আগে গ্রাম ছেড়ে চলে যেতে এবং পিছনে ফিরে তাকাতে বারন করেছিলেন কিন্তু মহিলাটি রাজি হননি এবং পিছনে ফিরে তাকাতে শুরু করলে আস্তে আস্তে তিনি পাথর হয়ে যান। সেই মহিলার মূর্তিটিও মন্দির থেকে অল্প দূরে স্থাপিত।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles