Mysterious Temple: ভারতের এই রহস্যময় শিব মন্দিরে মৃত মানুষও হয়ে ওঠে জীবিত! জানুন অজানা রহস্য
উত্তরাখণ্ডের লখামন্ডলে অবস্থিত এই মন্দিরে রয়েছে মহাদেবের মন্দিরের অসংখ্য প্রাচীন গুহা এবং তার ধ্বংসাবশেষ।

Mysterious Temple: পৃথিবী তথা ভারতের মতো দেশ, নানার অলৌকিক স্থানে পরিপূর্ণ। এই অলৌকিক স্থানের তালিকায় যুক্ত করা হয় বিভিন্ন দেব-দেবীর মন্দিরকেও। ভ্রমণ প্রিয় মানুষেরা বরাবরই মন্দিরের ইতিহাস খুঁজে বের করতে চায়। প্রত্যেকটি ধর্মীয় স্থানের পিছনেই রয়েছে নানান অলৌকিক কাহিনী। যা সামনে এলে অবাক হয়ে ওঠে সাধারন মানুষ! আবার কিছু মন্দিরের এমন বেশ কিছু গল্পকথা রয়েছে, যার আসল সত্যি আজও অধরা! এরকমই এক অলৌকিক মন্দির রয়েছে ভারতবর্ষেও। যেখানে মৃত মানুষ হয়ে ওঠে জীবিত!
Dead People Gets Alive for a Moment in Uttarakhand
উত্তরাখণ্ডের লখামন্ডলে অবস্থিত এই মন্দিরটি। যেখানে রয়েছে মহাদেবের মন্দিরের অসংখ্য প্রাচীন গুহা এবং তার ধ্বংসাবশেষ। যমুনা নদীর একেবারে সংস্পর্শে বার্নিগড় নামক একটি এলাকায় অবস্থিত এই মন্দির। প্রত্নতত্ত্ববিদরা এই মন্দিরটি খননের দ্বারা বিভিন্ন আকার ও আকৃতির অসংখ্য শিবলিঙ্গ উদ্ধার করেছিল।
Mysterious Temple: Uttarakhand
কথিত আছে এই মন্দিরের কোনো মৃত ব্যক্তিকে নিয়ে এলে, সে পুনর্জন্ম লাভ করে। অর্থাৎ মৃত ব্যক্তিকে নিয়ে এলে সে নাকি জীবিত হয়ে ওঠে! মন্দিরের দুপাশে দুজন দারোয়ান রয়েছে। এই দারোয়ানদের সামনে এনে কোনো মৃতদেহ রাখলে, তারা নাকি কিছুক্ষণের জন্য জীবিত হয়ে ওঠে। এর জন্য প্রথমে দুপাশে রাখা দুটি দারোয়ানের সামনের মৃতদেহকে রাখতে হয় এবং মহাদেবের নাম উচ্চারণ করে গঙ্গা জল ছিটিয়ে দিলেই পুনরুজ্জীবন লাভ করে ওই মৃতদেহটি। এরপরে আবারো মহাদেবের নাম করে তাকে গঙ্গাজল খাওয়ালে, ওই দেহ মৃত অবস্থাতে ফিরে যায়।
ভারতের এই শিব মন্দিরে অলৌকিকভাবে প্রতিদিন বেড়েই চলছে নন্দী মূর্তি! জানুন আসল রহস্য
তবে আশ্চর্যজনকভাবে এমন ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তা সকলেরই অজানা! এমনকি মন্দিরের প্রবেশপথে দুদিকে যে দুজন দারোয়ান রাখা রয়েছে, তাদের মধ্যে আবার একজনের হাত ভাঙ্গা। এই কাহিনীও কেউই জানে না।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি