অফবিট

Mysterious Temple: ভারতের এই মন্দিরে গণেশের মাথাবিহীন মূর্তি পূজা করা হয়! কারণ জানলে অবাক হবেন

ভারতের একটি রহস্যময় মন্দির হলো উত্তরাখণ্ডের মুণ্ডকাতিয়া মন্দির।

Advertisements

Mysterious Temple Mundkatiya: ভারতবর্ষকে মন্দিরের দেশ বলে আখ্যা দিলে ভুল কিছু হবে না। বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাসের কারণে ভারতের মাটিতে বিভিন্ন দেব-দেবীর পূজার্চনা হয়ে থাকে। গোটা ভারতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেব-দেবীর মন্দির। এই সকল মন্দিরের পিছনেই রয়েছে পৌরাণিক বা অলৌকিক নানা কাহিনী। এই সব অজানাকে জানার আগ্রহেই বরাবরই ছুটে যায় মানুষ। এই সকল মন্দিরে সর্বদাই ভক্তদের সমাগম লেগে থাকে। ভারতের এমনই একটি রহস্যময় মন্দির হলো উত্তরাখণ্ডের মুণ্ডকাতিয়া মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হল দেশের এই একটি মাত্র মন্দিরে ভগবান গণেশের মাথাবিহীন মূর্তি পূজা করা হয়।

Mysterious Temple: Mundkatiya Temple Uttarakhand

Mysterious Temple

Advertisements

মুণ্ডকাতিয়া মন্দিরটি দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। মুন্ডকাতিয়া নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। প্রথম মুন্ড অর্থাৎ মাথা এবং কাটিয়া অর্থাৎ বিচ্ছিন্ন। মন্দিরটি গাড়ওয়াল বিভাগের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কেদার উপত্যকার কোলে অবস্থিত এই মন্দিরটিতে মাথাবিহীন গণেশ মূর্তির পূজা করায় এই মন্দিরের এইরূপ নামকরণ করা হয়েছে।

Histoty of Mundkatiya Temple

Mysterious Temple: ভারতের এই মন্দিরে গণেশের মাথাবিহীন মূর্তি পূজা করা হয়! কারণ জানলে অবাক হবেন

শিবপুরাণ অনুসারে, ভগবান শিব তাঁর পুত্র গণেশের মাথা কেটেছিলেন। কথিত আছে, পার্বতী গৌরী কুন্ডে স্নান করার সময় হলুদ দিয়ে একটি মানবদেহ তৈরি করেছিলেন এবং তাতে প্রাণ সঞ্চার করেছিলেন। এরপর মা পার্বতী তাকে পুত্র হিসেবে গ্রহণ করেন এবং ছেলেকে নির্দেশ দেন যাতে সে কাউকে প্রবেশ করতে না দেয়। গণেশজি তার মা পার্বতীর আদেশ মেনে ভগবান শিবকে ঘরে প্রবেশ করতে দেননি। এতে ক্ষুব্ধ হয়ে ভগবান শিব তার পুত্রের শিরচ্ছেদ করেন। ভগবান শিব জানতেন না যে তিনি গণেশের পিতা। এরপরেই মানুষের মাথার জায়গায় ভগবান শিব ভগবান গণেশের ধড়ের উপর হাতির মাথা রেখেছিলেন। প্রতি বছর ধুমধাম করে গণেশ চতুর্থী পালিত হয় এই মন্দিরে। ভারত এমনকি বিদেশ থেকে ভক্তদের ঢল নামে এই মন্দিরে।

ভারতের এই রহস্যময় শিব মন্দিরে মৃত মানুষও হয়ে ওঠে জীবিত! জানুন অজানা রহস্য

How to go to Mundakatia temple?

Mysterious Temple: ভারতের এই মন্দিরে গণেশের মাথাবিহীন মূর্তি পূজা করা হয়! কারণ জানলে অবাক হবেন

  • কীভাবে যাবেন মুণ্ডকাতিয়া মন্দিরে ? 

মুণ্ডকাতিয়া মন্দিরটি ত্রিযুগী নারায়ণ মন্দিরের খুব কাছে অবস্থিত। এই মন্দিরে যাওয়ার জন্য সোনপ্রয়াগ থেকে হেঁটে যেতে হবে। অথবা স্থানীয় ট্যাক্সিতেও যাওয়া যেতে পারে। ট্রেনে গেলে মন্দিরটি দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও দেরাদুন থেকে গাড়ওয়াল মন্ডল বিকাশ নিগমের বাসেও যাওয়া যেতে পারে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles