Nandini Agarwal: রত্নকন্যা! বিশ্বের কনিষ্ঠতম সিএ হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন নন্দিনী আগরওয়াল
মাত্র ১৯ বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নামও উঠেছে তাঁর।

Youngest CA Nandini Agarwal: মানুষ তার দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনার সাক্ষী হয় যা সর্বদা তাদের অনুপ্রেরণা জাগায়। সম্প্রতি তেমনই একটি বাচ্চা মেয়ের জীবনকাহিনী অনুপ্রেরণা জাগিয়েছে সকলের মনে। এমনকি বিশ্বের দরবারে নিজের দেশের নামও উজ্জ্বল করেছে মেয়েটি। নাম নন্দিনী আগরওয়াল (Nandini Agarwal)। মধ্যপ্রদেশের ছোট্ট শহর মোরেনার বাসিন্দা সে। বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ হয়ে দেশের নাম উজ্জ্বল করেছে নন্দিনী। মাত্র ১৯ বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নামও উঠেছে তাঁর। গিনেস রেকর্ডস দ্বারা বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে মনোনীত করা হয়েছে।
Nandini Agarwal India’s Youngest CA
পড়াশোনার ক্ষেত্রে নন্দিনী সর্বদাই তাড়াহুড়ো করতেন। মাত্র ১৩ বছর বয়সে দুটি ক্লাস লাফিয়ে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এর পরে, ১৫ বছর বয়সে, তিনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পাশ করেন এবং মাত্র ১৯ বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন।একাদশ শ্রেণীতে পড়াকালীন একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারীকে নিজের স্কুলে দেখেছিলেন নন্দিনী এবং এরপর থেকেই তিনি এমন একটি রেকর্ড গড়ার কল্পনা করতে শুরু করেছিলেন যা সেই সময়ে যে কোনো কারোর পক্ষেই অতিক্রম করা চ্যালেঞ্জিং হবে। এরপরই সে তার সকল মনোযোগ ও অধ্যাবসায় কেন্দ্রীভূত করে অন্যতম কঠিন CA পরীক্ষাতে। তবে ১৬ বছর বয়সে শিক্ষানবিশ পেতে তাকে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল এমনকি ছোট সংস্থাগুলি তাকে নিতে রাজি হননি।
এক বিশিষ্ট সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, নন্দিনী তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন তাঁর পরিবারের সদস্য বিশেষ করে তাঁর ভাইকে। তিনি জানান, ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খুব ভালো এবং তিনি তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নন্দিনী তার ভাইকে সেরা সমর্থক ও চিয়ারলিডার হিসাবেও সমর্থন জানিয়েছেন।
Nandini Agarwal’s score in the CA finals In 2021
নন্দিনী দেশের সিএ পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে এবং তার বড় ভাই শচীন আগরওয়ালও এই পরীক্ষায় ১৮ তম স্থান অর্জন করেছে। নন্দিনী আগরওয়াল মাত্র ১৯বছর ৩৩০ দিন বয়সে সিএ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন যা তার পরিবারসহ গোটা দেশকে গর্বিত করেছে। ২০২১ সালে CA ফাইনালে নন্দিনী ৮০০ এর মধ্যে ৬১৪ অর্থাৎ (৭৬.৭৫%) স্কোর করেছিল। সিএ পরীক্ষার ৮৩,০০০ প্রার্থীকে পরাজিত করে তিনি প্রথম স্থান অধিকার করেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি