খবর

Narayan Bhandar Scheme: কেন্দ্রীয় সরকার আনলো নারায়ণ ভান্ডার প্রকল্প, আবেদন করলেই 2000 টাকা পাবেন প্রতিমাসে

রাজ্যের মহিলারাই শুধু এগিয়ে থাকবে কেন! এবার সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে পুরুষরাও।

Advertisements

Narayan Bhandar Scheme

রাজ্যের মহিলারাই শুধু এগিয়ে থাকবে কেন! এবার সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে পুরুষরাও। সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্ত পুরুষদের জন্য চালু হতে চলেছেন নারায়ণ ভান্ডার প্রকল্প। যেখানে রাজ্যের চালু করা লক্ষী ভান্ডারের (Lakkhir Bandar Scheme) থেকেও বেশি অর্থ পেয়ে যাবে রাজ্যের পুরুষেরা। রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমনটি বলেছিলেন, হুগলি জেলায় অনুষ্ঠিত এক জনসভা থেকে।

What is Narayan Bhandar Scheme?

Narayan Bhandar

নারায়ণ ভান্ডার প্রকল্পে যেসব বাড়ির ছেলেমেয়েরা আর্থিকভাবে পিছিয়ে আছে এবং জীবনে উন্নতি করতে পারছে না, বিজেপি সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে ২০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।

শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া বেকার যুবক-যুবতীরাই এই স্কিমের আওতায় টাকা পেতে পারবে।

এই নারায়ন ভান্ডার প্রকল্প শুধুমাত্র এই রাজ্যেই প্রযোজ্য হবে বলে জানা গেছে।

Eligibility Criteria- Narayan Bhandar Scheme

Narayan Bhandar

১. ২৫ বছর বয়স হতে হবে।

২.পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

৩.পারিবারিক আয় ১লাখ ২০ হাজারের কম হতে হবে। দুস্থ এবং দরিদ্র হতে হবে।

৪.অবিবাহিত হতে হবে ছেলে ও মেয়ে উভয়কে।

Documents for Narayan Bhandar Scheme

Narayan Bhandar

  • স্কুলের মার্কশিট এবং যাবতীয় কাগজপত্র।
  • জন্মের প্রমাণপত্র।
  • পারিবারিক আয়ের শংসাপত্র।
  • বিপিএল সার্টিফিকেট।
  • ঠিকানার প্রমাণ।
  • অবিবাহিত থাকার প্রমাণ পত্র।
  • আধার কার্ড।
  • ব্যাংক ডিটেলস।

How to Apply- Narayan Bhandar Scheme

Narayan Bhandar

নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনার যদি সমস্ত নথি থাকে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। তবে বর্তমানে এই স্কিম এখনো চালু হয়নি। ২০২৪ সালের মার্চে পঞ্চায়েত ভোট এবং লোকসভা নির্বাচনে রয়েছে, তারপরে বিজেপি সরকারের পক্ষ থেকে এই নারায়ন ভান্ডার স্কিমটি চালু করা হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles