বিনোদন দুনিয়া

Neem Phooler Madhu: ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নায়ক-নায়িকার কত পারিশ্রমিক জানেন? টাকার অঙ্ক শুনলে চমকে উঠবেন!

ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন 'পল্লবী শর্মা' (Pallavi Sharma) এবং 'রুবেল দাস' (Rubel Das)।

Advertisements

Neem Phooler Madhu: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) হলো অন্যতম। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma) এবং ‘রুবেল দাস’ (Rubel Das)। দুজনেই যে অত্যন্ত দক্ষ অভিনেতা ও অভিনেত্রী, তা বলাই বাহুল্য। এর আগেও একাধিক ধারাবাহিককে কাজ করেছেন তাঁরা দুজনে। স্বাভাবিকভাবেই তাঁদের পারিশ্রমিক যে আকাশ ছোঁয়া হবে, তা সকলের কাছেই পরিষ্কার। ‘নিম ফুলের মধু’তে নতুন ভাবে জুটি বেঁধেছেন রুবেল ও পল্লবী। তাঁদের পারিশ্রমিক শুনলে রীতিমতো চমকে যাবে সকলে!

Neem Phooler Madhu Actress Pallavi Sharma

Neem Phooler Madhu

বাংলা ধারাবাহিকের এক অতি পরিচিত মুখ পল্লবী শর্মা। ইটিভিতে ‘দুই পৃথিবী’ নামক ধারাবাহিকের মাধ্যমে ২০১৩ সালে প্রথম অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। সেই সময় তাঁর পারিশ্রমিক ছিল প্রতিমাসে মাত্র ২০,০০০ টাকা। এরপরে স্টার জলসায় ‘কে আপন কে পর’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। তখন তাঁর পারিশ্রমিক গিয়ে পৌঁছায় প্রায় ১ লক্ষ টাকায়। স্বাভাবিকভাবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিককে অভিনয় করার জন্য আরও বেশি পারিশ্রমিক নেন তিনি। জানা গেছে এই ধারাবাহিকের জন্য, পল্লবী শর্মা প্রতিমাসে ১.৫ লক্ষ টাকা করে নেন।

Advertisements

সৃজনের জীবনে নতুন নারী! পর্ণাকে সরিয়ে দিশাকে ব্যবসার দায়িত্ব দিল বাবুউউ

Neem Phooler Madhu Actor Rubel Das

Neem Phooler Madhu

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় তারকা হলেন রুবেল দাস। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সরাসরি অভিনয় জীবনে চলে আসেন রুবেল। ‘ভানুমতির খেল’ নামক ধারাবাহিক দিয়ে শুরু করেন অভিনয় জীবন। সেই সময় প্রায় ৫০,০০০ টাকা পারিশ্রমিক পেতেন তিনি। এরপরে ‘বাঘ বন্দী খেলা’, ‘যমুনা ঢাকি’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সময় তাঁর পারিশ্রমিকও বেড়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জন্য প্রায় ২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles