বিনোদন দুনিয়া

Neem Phooler Madhu: এবার মজা বুঝবে জেঠু! বাবার বিরুদ্ধে গিয়ে রুচিরাকে বিয়ের সিদ্ধান্ত নিল চয়ন, প্রকাশ্যে জমজমাট পর্ব

নিত্য দর্শকরা সকলেই জানেন আপাতত ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে চয়ন ও রুচিরার প্রেমকে কেন্দ্র করে।

Advertisements

Neem Phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির তালিকায় পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই গল্পের নায়িকা পর্ণা ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ। নিত্য দর্শকরা সকলেই জানেন আপাতত ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে চয়ন ও রুচিরার প্রেমকে কেন্দ্র করে।

Neem Phooler Madhu Zee Bangla

Neem phooler Madhu

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ঈশার পাতা ফাঁদে পা দেয় রুচিরা। চয়ন বাড়িতে একা থাকাকালীন সে একান্তে সময় কাটাতে চলে আসে চয়নের সঙ্গে। এদিকে মৌমিতার কথা মত অয়ন জেঠুকে নিয়ে চলে আসে বাড়িতে। অন্যদিকে দেখা যায় মৌমিতা সব কথা সৃজনকে বললে সে পর্ণাকে ভুল বুঝে তার উপর চড়াও হয়। জেঠু বাড়িতে এসে চয়নের ঘরে একসঙ্গে রুচিরা ও তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এরপরই বিয়ের কথা এগিয়ে রাখার কথা বলে রুচিরার বাবা মাকে ডেকে পাঠায়। তার বাবা-মা দত্ত বাড়িতে বিয়ের কথা বলতে এলে তাদের অত্যন্ত বাজে অপমান করে চয়নের বাবা। এই ঘটনা দেখে মজা পায় মৌমিতা ও ঈশা।

Neem Phooler Madhu New Episode

Neem phooler Madhu

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে রুচিরাকে অত্যন্ত বাজে ভাষায় অপমান করতে থাকলে বাবার বিরুদ্ধে রুখে দাড়ায় চয়ন। সে তার বাবাকে রুচিরার ব্যাপারে বাজে কথা বলতে বারণ করে, শুধু চয়ন নয়। পর্না ও সৃজনও জেঠুকে মনে করিয়ে দেয় যে রুচির বাবা-মা তাদের কুটুম। এদিকে জেঠুর এমন অসভ্য ব্যবহার দেখে রুচির বাবা-মা ঠিক করে নেয় এই বাড়িতে তারা কখনোই মেয়ের বিয়ে দেবে না। রুচির মাপ পরা কে বলে তার বাবা-মা তাকে এই বাড়িতে বিয়ে দিয়ে জলে ভাসিয়ে দিয়েছে। এই কথা শুনে জেঠু রুচিরার মায়ের উপর চটে যায়। রুচিরা তার বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে যেতে গেলে চয়ন তার বাবার সামনেই হাত ধরে তাকে চলে যেতে মানা করে। এরপরই জেঠু মারতে শুরু করে চয়নকে।

প্রমাণসহ পাকড়াও রূপ, ময়ূরী ও দেবযানীকে হাতেনাতে ধরল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব

Neem phooler Madhu

রুচিরা ও তার বাবা-মা চলে গেলে ঠাম্মি পর্ণাকে বলে জাত-পাতের কারণে সে কোনোদিন চাইত না তার বাড়িতে ভালোবেসে বিয়ে হোক কিন্তু এখন যুগ বদলেছে তাই সে নিজেই সবাইকে বদলাবে এবং বিয়েতে রাজি করবে তার বড় ছেলেকে। এমনই প্রতিশ্রুতি সেই দেয় চয়ন ও পর্ণাকে। এরপরই ঠাম্মি চয়ন ও পর্ণার রুচিরার বাড়িতে গিয়ে ক্ষমা চায় তাদের থেকে এবং বলে সে রুচিকে তার নাতবউ করতে চায়। কিন্তু রুচিরার বাবা মা জানিয়ে দেয় ওইরকম একটা বাড়িতে সে কখনোই মেয়ের বিয়ে দেবে না। চয়ন জানায় সে রুচিরার সঙ্গে সবসময় থাকবে এমনকি বাড়ির বিরুদ্ধে যাবে কিন্তু রুচির বাবা তাকে জানায় সে কোনোদিনই তার বাবার বিরুদ্ধে যেতে পারবে না। পর্ণা চয়নের হয়ে বলতে গেলেও তাকে একই কথা বলে রুচিরার বাবা। তবে কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? আদৌ কি রুচিরা ও চয়নের বিয়ের জন্য জেঠুকে রাজি করাতে পারবে পর্ণা ও ঠাম্মি! নাকি রুচি ও চয়নের বিয়ে নিয়ে সৃজনের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে তার! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles