বিনোদন দুনিয়া

Neem Phooler Madhu: গল্পে নতুন টুইস্ট! দত্ত বাড়ির সকলকে চমকে দিল ‘তারকাটা’ পর্ণা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

একটি রক্ষণশীল যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।

Advertisements

Neem Phooler Madhu: বর্তমানে বিনোদনের জগতে জনপ্রিয়তা লাভ করেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)’ ধারাবাহিকটি। এই গল্পের নায়িকা পর্ণার প্রতিবাদী চরিত্র প্রথম থেকে সকলেরই মন জয় করেছিল। একটি রক্ষণশীল যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। ইদানিং এই ধারাবাহিকের গল্প মোড় নিয়েছে সম্পূর্ণ অন্যদিকে।

Neem Phooler Madhu Zee Bangla

Neem phooler Madhu

Advertisements

নিত্য দর্শকরা সকলেই জানেন, সৃজন ও রুচিরার প্রেমকে কেন্দ্র করে দত্ত বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। আর এই পরিস্থিতির জন্য সকলেই দায়ী করতে থাকে পর্ণাকে। এমনকি সৃজনও পর্ণাকেই ভুল বোঝে। সৃজনের সঙ্গে পর্ণার মতের অমিল হয়। পর্ণা জানায় তারা যেটা করছে ঠিক নয়। এমনকি পর্ণা সৃজনকে অযোগ্য স্বামীও বলে। এরপরই সৃজন জানিয়ে দেয় সে পর্ণাকে ডিভোর্স দেবে। সৃজনের এমন কথা শুনে চমকে যায় পর্ণা। ডিভোর্স আটকাতে সৃজনের বাবা তাকে বলে পর্ণার দশ লক্ষ টাকা ফিরিয়ে দিতে। প্রথমে চিন্তায় পড়লেও শেষে ঈশা সেই টাকার জোগাড় করে দেয় সৃজনকে। তবে পর্ণা সৃজনকে জানিয়ে দেয় তার দেওয়া টাকা সে নিলেও ডিভোর্স দেবে না।

সত্যির মুখোমুখি মেঘ! রাস্তায় দেখা হতেই মেঘের কাছে সব কথা জানালো গিনি, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব

Neem phooler Madhu New Episode

Neem phooler Madhu

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে দত্ত বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল পর্ণা। পর্ণার এই সিদ্ধান্তে খুশি নয় দত্ত বাড়ির অনেকেই। তবে কৃষ্ণা যেন এতদিনে হাফ ছেড়ে বেচেঁছে। কারণ সে তো এতদিন ধরে এটাই চেয়েছিল। বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সকলের আশীর্বাদ নেয় পর্ণা। তবে আজও তার থেকে মুখ ফিরিয়ে রাখে কৃষ্ণা তবে পর্ণা তাকে জানিয়ে দেয় সে তাকে মায়ের মতোই ভালোবেসেছিল। অন্যদিকে দেখা যায় সৃজনের কাছে চাবি দিয়ে চলে আসে পর্ণা। পর্ণার চলে যাওয়া মেনে নিতে পারেনা সৃজন।চোখের কোণায় জল আসে তার। কিন্তু মায়ের জন্য কিছুই করতে পারেনা সে। শেষ পর্যন্ত চয়নের বাইকে করে বেরিয়ে যায় পর্ণা। তবে কি সত্যিই নিজের অধিকার ছেড়ে সারা জীবনের মতো দত্ত বাড়ি থেকে বেরিয়ে এল পর্ণা? নাকি সৃজন ও কৃষ্ণাকে জব্দ করতে এটা তার কোনো নতুন প্ল্যান? জানতে দেখতে হবে নিম ফুলের মধু।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles