বিনোদন দুনিয়াভিডিও

Neem phooler Madhu: গল্পে নতুন মোড়! মনোমালিন্য ভুলে পর্ণাকেই যোগ্য বৌমার স্বীকৃতি দিল কৃষ্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের জমজমাট পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নাম লিখিয়েছে নিম ফুলের মধু (Neem phooler Madhu)।

Advertisements

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নাম লিখিয়েছে নিম ফুলের মধু (Neem phooler Madhu)। একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকের গল্প। যে গল্পের মুখ্য চরিত্র পর্ণা আর সৃজন। যৌথ পরিবারে বিয়ের স্বপ্ন নিয়েই দত্ত বাড়িতে বিয়ে করে আসে পর্ণা। প্রথম দিন থেকেই দর্শকের প্রিয় হয়ে উঠেছে পর্ণার চরিত্রটি। পরিবারের প্রতিটি সদস্যের বিপদে যেভাবে বারবার পাশে দাঁড়িয়েছে পর্ণা তা মন জয় করেছে সকলের। সঙ্গে তার প্রতিবাদী চরিত্র এবং বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ দর্শক।

Neem phooler Madhu Zee Bangla

Neem phooler Madhu

Advertisements

বর্তমানে ধারাবাহিকের মোড় ঘুরেছে অন্যদিকে। ইতিমধ্যেই দর্শক দেখেছেন, শাড়ির কথা বুটিকের শাড়ি ডিজাইন করার জন্য পর্নার কাছে অনুরোধ জানিয়েছে কৃষ্ণা। এরপর পর্ণা বুটিকের কোনো শাড়ি ডিজাইন করতে রাজি না হওয়ায় ঠাম্মির কথা মতো ক্ষমাও চেয়েছে সে। এমনকি ভয় দেখিয়ে সৃজনকেও পর্ণার কাছে ক্ষমা চাইয়েছে কৃষ্ণা।

Neem phooler Madhu: গল্পে নতুন মোড়! মনোমালিন্য ভুলে পর্ণাকেই যোগ্য বৌমার স্বীকৃতি দিল কৃষ্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের জমজমাট পর্ব

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, শ্রী নিকেতন কোম্পানির জন্য শেষমেশ শাড়ির ডিজাইন করতে রাজি হয়েছে পর্ণা। শাড়ির ডিজাইন করতে বাড়ির সকলেই উপস্থিত হয়েছে দত্ত বাড়ির উঠোনে। এমন সময় সেখানে একটি ছোটো পোশাক পরে উপস্থিত হয় ঈশা। যা দেখে পর্ণা তাকে বলে পোশাক বদলে আসতে। এই কথায় ঈশা পর্ণাকে বলে সে কি ভয় পাচ্ছে যদি সৃজন তার প্রেমে পড়ে এই কথা ভেবে! এরপরই সে ঈশার মুখে হাতে কালি দিয়ে লিখে দেয় ‘আমি বেহায়া’এবং এরপরই ট্যাক্সি ডেকে ঈশাকে পত্রপাট দত্ত বিদায় করে পর্ণা।

অবাক কান্ড! বিয়ের আসরে গিনির বদলে মিনিকে সিঁদুর পরালো রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

Neem phooler Madhu: গল্পে নতুন মোড়! মনোমালিন্য ভুলে পর্ণাকেই যোগ্য বৌমার স্বীকৃতি দিল কৃষ্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের জমজমাট পর্ব

এরপরই সে শ্রী নিকেতন কোম্পানির জন্য শাড়ি ডেলিভারির ব্যবস্থা করে এবং সর্বপ্রথম ঠাম্মিকে একটি শাড়ি দেয়। কৃষ্ণাকে ডেকে সে একটি শাড়ি দিয়ে বলে এটা আপনাকে খুব মানাচ্ছে। এই দৃশ্য দেখে ঠাম্মি ভাবে এইভাবেই একদিন শাশুড়ি ও বৌমার একটি মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হবে এবং কৃষ্ণা পর্ণাকে নিজের কাছে টেনে নেবে। তবে কি এইবার বিপদের দিনে শাড়ির ডিজাইন করেই মনোমালিন্যের অবসান হবে কৃষ্ণা ও পর্ণার! নাকি দরকার ফুরোলে আবারও পর্ণাকে দূরে ঠেলে দেবে কৃষ্ণা! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প, জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles