Neem Phooler Madhu: ঘুরে গেল গল্প! পর্ণাকে ডিভোর্স দিতে কোর্টের দ্বারস্থ হল সৃজন, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
যৌথ পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকের গল্প।

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে নিম ফুলের মধু (Neem Phooler Madhu) অন্যতম। যৌথ পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকের গল্প। প্রথম থেকেই এই ধারাবাহিক টি বিশেষ নজর কেড়েছে দর্শকদের। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করে এই ধারাবাহিক। এই গল্পের মুখ্য চরিত্র পর্ণা ও সৃজন। পর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা ও সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। বিগত কয়েকদিন ধারাবাহিকটি আবর্তিত হচ্ছে চয়ন ও রুচির আর প্রেমকে কেন্দ্র করে।
Neem phooler Madhu Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন রুচিরা পর্ণার বন্ধু এবং চয়ন পর্ণার দেওর। রুচিরা ও চয়নের মধ্যে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্কের সমীকরণ বদলেছে। চয়ন ও রুচিরা দুজন দুজনকে ভালোবাসে এই কথা বুঝতে পেরে সৃজন পর্ণাকে সাবধান করেছিল। পর্ণাকে বলা সৃজনের কথাগুলো শুনতে পেয়েই ঈশা ঠিক করে এইবার সে পর্ণাকে জব্দ করবে। চয়ন ও রুচিরার কথা মৌমিতাকে বলে দেয় ঈশা। তাদের দুজনকে একসঙ্গে ধরতে প্ল্যানও করে তারা। কিন্তু প্রথমবারে পর্ণার বুদ্ধিতে বেঁচে যায় তারা।
প্রথমবার অসফল হওয়ায় পর্ণার উপর বেজায় চটে ঈশা। সে ঠিক করে সে পর্ণাকে কোনোভাবেই ছাড়বে না। মৌমিতাকে তাদের উপর নজরদারি করতে বলে ঈশা। ঈশার কথা মত তাদের উপর নজর রাখতে গিয়ে পর্ণা ও চয়নের সব কথা আড়াল থেকে শুনে মৌমিতা ঈসাকে জানিয়ে দেয়। ঈশা ঠিক করে অন্যভাবে এই গল্পটাকে সাজিয়ে বাড়ির সকলের সামনে আনতে হবে যাতে সবাই পর্ণাকেই দোষী ভাবে। এই প্ল্যানে তারা সঙ্গে নেয় কৃষ্ণাকেও। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, ঈশার প্ল্যান মত জেঠুর কাছে ধরা পড়েছে চয়ন ও রুচিরা এবং এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে পর্ণাকে। সমস্ত সত্যিটা না জেনেই
পর্ণার উপর চড়াও হয় সৃজন এবং জানিয়ে দেয় রুচিরা ও চয়নের বিয়ে হলে সে কোনোভাবেই পর্ণার সঙ্গে সম্পর্ক রাখবে না। কিন্তু পর্ণা নিজের সিদ্ধান্তে অনড় থাকে।
মহা বিপদ! মন্টুর ষড়যন্ত্রে কিডন্যাপ হলো তারা, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
Neem phooler Madhu New Promo
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি প্রোমো। যেখানে দেখা গিয়েছে ডিভোর্স পেতে কোর্টে হাজির হয়েছে পর্ণা, সৃজন ও দত্ত বাড়ির সকলে। সৃজনের উকিল জানায় তার মক্কেল ডিভোর্স চায়। পর্ণা জানায় সে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু তার বদলে খোরপোষ চায়। কিন্তু তার খোরপোষের টাকার বহর শুনে মাথা ঘুরে যায় কৃষ্ণা ও সৃজনের। তবে এইবার কোন দিকে মোড় নেবে গল্প! আদৌ কি পর্ণার দাবি মিটিয়ে তাকে ডিভোর্স দেবে সৃজন নাকি আবারও এক হবে তার পথচলা! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি