Neem Phooler Madhu: ধামাকাদার পর্ব! মা দুর্গার রূপে ঈশার বুকে গরম খুন্তি বসিয়ে দিল পর্ণা, প্রকাশ্যে দুর্ধর্ষ এপিসোড
একটি যৌথ পরিবারের কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি।

Neem Phooler Madhu: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি বহুল চর্চিত ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)’। একটি যৌথ পরিবারের কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করছে পল্লবী শর্মা ও রুবেল দাস। এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন যৌথ পরিবারে বিয়ের স্বপ্ন নিয়ে দত্ত বাড়িতে বৌ হয়ে আসে পর্ণা। আধুনিক মনস্কা পর্ণাকে পরিবারের সবাই খুব ভালবাসলেও প্রথম থেকেই তার বিরুদ্ধাচরণ করে পরিবারের কিছু লোক সঙ্গে তার শাশুড়ি কৃষ্ণা। কোনো মতেই সে পর্ণাকে তার ছেলের বৌ হিসাবে মেনে নিতে পারেনা। সৃজনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার জন্য নানারকম ফন্দি আঁটলেও পর্নার বুদ্ধির কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় সে।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিককে সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে সৃজন ও পর্ণা দুজনেই ডিভোর্সের পথে হাঁটছে। সৃজন প্রথমে ডিভোর্সের কথা না ভাবলেও পরে তার মায়ের কথায় পর্ণাকে ডিভোর্স দেবে বলে ঠিক করে নেয়। দুপক্ষের উকিলও হাজির হয় দত্ত বাড়িতে এবং কোর্টেও বাকবিতণ্ডা চলতে থাকে। এরই মধ্যে পুজোর জন্য কোর্ট বন্ধ হয় এবং অনেক বছর পর পর্ণার উদ্যোগে দত্ত বাড়িতে দুর্গা পূজার আয়োজন করা হয়। পর্ণাই যেহেতু একা হাতে পুজোর দায়িত্ব সামলাচ্ছে তাই ঈশা প্রথম থেকেই চাইছে যেভাবে হোক পুজোটা পণ্ড করতে।
Neem Phooler Madhu latest episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে সকলে ধুনুচি নাচে যোগ দেয় দত্ত বাড়ির সকলে। এরপরই ঠাম্মি জানায় তাদের বাড়ির স্বপ্নাদৃষ্ট অমৃত ভোগ নিবেদন করতে হবে দুর্গা মাকে। তবে এই রান্না রোদে শুকানো মশলা দিয়ে হয়। নিয়ম মত রোদে শুকিয়ে নেওয়া মশলা হামানদিস্তায় থেঁতো করে নেয় জেঠি সঙ্গে হাত লাগায় সকলেই।ঈশা বুঝতে পারে এই অমৃতভোগ খুবই গুরুত্বপূর্ণ এই পুজোর জন্য। তাই পর্ণাকে সকলের কাছে ছোটো করার জন্য সে মশলা লুকিয়ে দেয়। জেঠির কথা মতো রান্না শেষ করে মশলা দিতে গিয়ে মশলা খুঁজে পায়না পর্ণা। সে বুঝতে পারে পূজো পণ্ড করার জন্য কেউ ইচ্ছে করে এই কাজ করছে। মৌমিতা বলে কেউ ইচ্ছা করে কেন করবে সবাই তো বাড়ির লোক। পর্ণা তাকে মনে করায় সবাই বাড়ির লোক নেই। ঠিক সেই সময়ই ঈশা পর্নাকে জিজ্ঞেস করে সে তার দিকে ইঙ্গিত করছে কিনা! কিন্তু পর্ণা ঈশাকে বলে সে একবারও বলেনি যে সে এই কাজ করেছে এরপরই গরম করা একটি খুন্তি নিয়ে ঈশার দিকে তেড়ে যায় পর্ণা। ঈশা পড়ে যায়। পর্ণা তাকে বলে মশলা কোথায় আছে না বললে তার বুকে সে গরম খুন্তি বসিয়ে দেবে। পর্ণার এই রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে মশলা কোথায় আছে বলে দেয় ঈশা। সকলেই ছিঃছিঃ করে ঈশার এই কাজকে। তবে কি এইবার এইভাবে ঈশাকে জব্দ করে বাড়ি ছাড়া করবে পর্ণা? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি