Neem Phooler Madhu: ধামাকাদার পর্ব! চয়নের সঙ্গে রুচিরাকেকেও বরণ করে ঘরে তুলল জেঠি
জি বাংলা (Zee Bangla) চ্যানেল সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো 'নিম ফুলের মধু (Neem Phooler Madhu)'।

Neem Phooler Madhu: জি বাংলা (Zee Bangla) চ্যানেল সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)’। অন্যান্য ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিতে ইদানিং এই ধারাবাহিকটিও বেশ জমজমাট হয়ে উঠেছে। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবহিকটি। নিত্য দর্শকরা সকলেই জানেন যৌথ পরিবারে বিয়ে হওয়ার পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে গল্পের নায়িকা পর্ণাকে। তবুও হার না মেনে সে সব লড়াই জিতেছে। প্রতি পদক্ষেপে পাশে থেকেছে দত্ত পরিবারের।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে পর্ণা ও দত্ত পরিবার এক বিরাট বিপদের সম্মুখীন হয়। রাস্তায় রুচিরাকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের কবলে পড়ে পর্ণার দেওর চয়ন। তবে এই কাজের আসল মাথা ছিল একজন নামজাদা মন্ত্রীর ছেলে। তাই তিনি ছেলেকে বাঁচাতে রুচিরা ও পর্ণাকে ভয় দেখিয়ে কেসটা চাপা দিয়ে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের বুদ্ধি প্রয়োগ করে সত্যি সামনে এনে আসল অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে পর্ণা।
Neem Phooler Madhu New Episode
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রুচিরাকে নিয়ে হসপিটালে যেতে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে চয়ন। নিজের বাড়িতে ফিরে আসে সে। চয়নের বাড়ি ফেরার আনন্দে খুব সুন্দর করে সাজানো হয় দত্ত বাড়ি। সকলেরই খুব আনন্দ। চয়ন বাড়ি ফেরার পর ঘরে ঢোকার আগে তার মা তাকে বরণ করে। ঠিক সেই সময়ই তার পাশে এসে দাঁড়ায় রুচিরা।
এক হল মেঘ-নীল! ময়ুরীর হাত থেকে মেঘকে বাঁচালো নীল, দুর্ধর্ষ প্রোমো
রুচিরাকে দেখে জেঠু আবারও ক্ষিপ্ত হয়ে যায় এবং জানিয়ে দেয় যে মেয়ের জন্য চয়নের এত বড় ক্ষতি হয়েছে সেই মেয়েকে সে বেচেঁ থাকতে কিছুতেই দত্ত বাড়িতে পা রাখতে দেবে না। পর্ণা সকলকে বোঝাতে থাকে রুচির জন্যই চয়ন আজ সুস্থ হয়ে উঠেছে কিন্তু বাড়ির কিছু সদস্য আবারো তাকে ভুল বোঝে। রুচি চয়নকে বলে তার এই বাড়িতে আসা হয়তো ভুল হয়েছে। রুচি চলে যেতে গেলে তার হাত ধরে নেয় চয়ন। যা দেখে বেজায় চটে যায় জেঠু। কিন্তু চয়ন জানায় সে বাড়িতে ঢুকলে রুচিকে নিয়েই ঢুকবে। সে তার বাবার কাছে আবদার করছে রুচিকে মেনে নিতে। তবে কি এবার ছেলের আবদারের কাছে মাথা নত করবেন জেঠু! মেনে নেবেন রুচিকে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি