Neem Phooler Madhu: ধুন্ধুমার এপিসোড! ডিভোর্স আটকানোর দারুন ফন্দি করলো পর্ণা
বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকের প্রতিটি পর্ব বেশ জমজমাট হয়ে উঠেছে। যার কারণে চলতি সপ্তাহতেও টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই ধারাবাহিক।

Neem Phooler Madhu: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)’। বর্তমানে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব বেশ জমজমাট হয়ে উঠেছে। যার কারণে চলতি সপ্তাহতেও টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের গল্প এগিয়ে চলছে সৃজন ও পর্ণার ডিভোর্সকে কেন্দ্র করে। নিত্য দর্শকরা সকলেই জানেন দূর্গা পূজার জন্য পর্না ও সৃজনের ডিভোর্স কেস স্থগিত হয়ে গিয়েছিল। এরপর তারা একটু একটু করে কাছে আসলেও বর্তমানে আবার বিচ্ছেদের পথে হাঁটছে তারা।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে বাজুরিয়ার থেকে যে টাকা সৃজনের মা ধার নিয়েছিল তা ফিরিয়ে দেয় পর্না। কিন্তু ঈশার কথায় বাজুরিয়া বাড়িতে এসে সৃজনের আত্মসম্মানে আঘাত করে উল্টোপাল্টা কথা বলে যায়। বাজুরিয়ার বলা কথায় কষ্ট পেয়ে আবারও পর্নাকে ভুল বোঝে সে এবং জানিয়ে দেয় পর্ণাকে সে ডিভোর্স দেবেই।
এদিকে সৃজনের উকিল ওরফে শ্যামসুন্দর জানিয়ে দেয় সে সৃজনের কেস লড়বে না। কারণ সে বারবার সৃজনকে পর্ণার সঙ্গে মিশতে বারণ করলেও সে কোনো কথা শোনেনি। কিন্তু এইবার সৃজন জানায় সে কোনো ভুল করবে না। অন্যদিকে সৃজনের সঙ্গে ডিভোর্সটা আটকাতে বাসবদত্তাকে ফোন করে বাড়িতে ডাকে পর্ণা এবং সে ঠিক করে সৃজনকে এমন প্যাঁচে ফেলবে যাতে সে নিজে থেকে ডিভোর্স না দেয়। এরপরই পর্ণার মাথায় আসে সৃজন খুবই কিপটে তাই তাকে যা করার সেইদিক দিয়েই করতে হবে অর্থাৎ সে খোরপোষ চাইবে।
Neem Phooler Madhu Latest Episode
শেষ পর্বে দেখা গিয়েছে কোর্টে কেস পুনরায় চালু হওয়ায় পর পর্ণার উকিল সৃজনকে জানায় সৃজন পর্ণাকে ডিভোর্স দিলে তাকে খোরপোষ দিতে হবে। এমন সময় পর্ণার অফিসের বস জানায় পর্ণাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পর্ণা বেকার এই কথা কোর্টে প্রমাণিত হওয়ার পর জজ সাহেব জানিয়ে দেন সৃজনকে খোরপোষ দিতেই হবে। তাই তারা যেন বাড়িতে খোরপোষের টাকা হিসাব করে নেয়।
দূর্ধর্ষ এপিসোড! মেঘকে মারতে গেলে শেষ পর্যন্ত ময়ূরীকে পুলিশের হাতে তুলে দিল তার বাবা
বাড়ি ফিরে পর্ণা হিসেব করে জানায় যে এতদিনের মোট পঞ্চাশ লাখ টাকা সে পাবে। এই শুনে মাথা ঘুরে যায় কৃষ্ণার। তবে এত কিছুর পরেও সৃজন জানিয়ে দেয় সে পঞ্চাশ লাখ টাকা দিতে রাজি। সে মুক্তি চায়। যা শুনে কান্নায় ভেঙে পড়ে পর্ণা। তবে কী সত্যিই বিচ্ছেদ হবে পর্ণা ও সৃজনের! নাকি বাড়ির সকলের বুদ্ধিতে আবার কাছাকাছি আসবে তারা! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি