Neem phooler Madhu: ফুলমাসির খেল খতম! পর্নার বুদ্ধিতে সকলের সামনে ধরা পড়ল বটব্যাল
জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। বর্তমানে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক।

Neem Phooler Madhu: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। বর্তমানে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, বটব্যালের চক্রান্তে দত্তবাড়ি সকলের সামনে ধরা পড়েছে পর্ণা। সৃজনীর বস বিপাশা ব্যানার্জি যে আসলে পর্ণা তা জানতে পেরেছে সৃজনসহ দত্ত বাড়ির সকলেই। যথারীতি সকলেই ভুল বুঝেছে পর্ণাকে।
Neem phooler Madhu Zee Bangla
পর্না সৃজনকে চাকরি দিয়েছে এবং পর্নার পয়সায় সৃজন এতদিন খেয়েছে ইত্যাদি নানা কথা বলে সৃজনকে উত্তপ্ত করে তার দাদা। সৃজনের মা বলে সে কোনোভাবেই তার ছেলের বউ হিসেবে পর্নাকে আর মেনে নেবে না। এমনকি ডিভোর্সের কথা পর্যন্ত বলে সে। এরই মাঝে বাচ্চাদের সৃজনের বাবা সে বলে পর্নার ১০ লক্ষ টাকা ফিরিয়ে না দিলে এই ডিভোর্স হবে না। কৃষ্ণা ওরফে সৃজনের মা চেষ্টা করে ১০ লক্ষ টাকা জোগাড় করার। নিজের গয়না বিক্রি করে এই টাকা জোগাড় করার চেষ্টা করে সে কিন্তু তাতে ব্যর্থ হলে তাকে টাকা দিয়ে সাহায্য করতে চায় তিন্নির ফুলমাসি ওরফে বটব্যাল। এই কথা দরজার বাইরে থেকে শুনতে পায় চয়ন ও বর্ষা। তারা সব কথা পর্নাকে জানালে সে সৃজনের ঘরে গিয়ে তাকে বলে সে যেন টাকা না নেয় এমনকি ফুল মাসের তিন্নিকে রীতিমত কথা শুনিয়ে সে বলে তাদের মতলব সে বুঝে গেছে। এই শুনে ভয় পায় তিন্নি।
Neem Phooler Madhu New Episode
ধারাবাহিকের আগামী পর্বে যদিও দেখা যাবে পর্নার দেওয়া ১০ লক্ষ টাকা জোগাড় করে পর্নাকে ফেরত দেয় কৃষ্ণা এবং তখনই পর্ণা সকলের সামনে ফুল মাসির আসল রূপ সকলের সামনে আনে। ফুল মাসির মাথার নকল চুল খুলে সে সকলে বুঝিয়ে দেয় যে ফুল মাসি আসলে তিন্নির বস বটব্যাল এবং তিন্নি ও তার দিদি সৃজনের থেকে পর্ণাকে আলাদা করার জন্য বটব্যালকে স্থান দিয়েছে দত্ত বাড়িতে। যা দেখে ক্ষেপে যায় সকলেই। বটুর চক্রান্ত ফাঁস হওয়ার পর যদিও ডিভোর্সের কথা ভুলে পর্ণাকে আবার কাছে টেনে নেয় সৃজন এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটে যায়। পরবর্তীতে এমন দৃশ্যের জন্যই আশা করে আছে দর্শক। তবে আগামী পর্বগুলিতে কী হতে চলেছে তা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি