Neem Phooler Madhu: সৃজনের জীবনে নতুন নারী! পর্ণাকে সরিয়ে দিশাকে ব্যবসার দায়িত্ব দিল বাবুউউ….
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যেই 'নিম ফুলের মধু' হলো অন্যতম।

Neem Phooler Madhu: নিজের সর্বস্ব দিয়েও ব্যবসাকে দাঁড় করানোর প্রচেষ্টা রীতিমত বিফলে গেল পর্ণার। সৃজন তাকে ভুল বুঝে ব্যবসা থেকে সরিয়ে দিয়েছে। এরপর ব্যবসার হাল ধরার জন্য উঠে পড়ে লাগে মৌমিতা ও সৃজনের মা। তবে পর্ণার মতো ডিজাইন তারা কিছুতেই করতে পারে না। তাই পর্ণার বিকল্প হিসেবে দিশাকে বেছে নেয় সৃজন। এই দিশার সাথে পর্ণার আবার রয়েছে পুরনো শত্রুতা! সেই সূত্রেই তবে কি সৃজন আর পর্ণার সম্পর্কে এবার ভাঙন ধরবে? কি হবে তাদের ব্যবসায়! ধারাবাহিকের নতুন পর্ব দেখে অবাক হচ্ছে দর্শকেরা।
Neem Phooler Madhu: Zee Bangla
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যেই ‘নিম ফুলের মধু’ হলো অন্যতম। ধারাবাহিকের নতুন এপিসোডে দেখা গেছে, সৃজন-পর্ণাকে ব্যবসা থেকে সরিয়ে দেয়। পর্ণার কোনোরকম সাহায্য সে আর নিতে চায় না। অপরদিকে তার মা আর বৌদি ব্যবসায় নতুন করে হাল ধরে নকশা তৈরি করতে চাইলে ব্যর্থ হয়। তারা বুদ্ধি আঁটে, পর্ণাকে দিয়ে নকশা করিয়ে সেই নকশা সৃজনকে দেখাবে এবং বলবে তারা করেছে সবকিছু। এদিকে তাদের সব ছল-চাতুরি বুঝে যায় ঠাম্মি এবং পর্নাকে নকশা আঁকতে বাঁধা দেয়।
Neem phooler Madhu New Episode
নতুন উপায় হিসেবে সৃজন বেছে নেয় নতুন লোক। সেই কারণেই পেপারে বড়ো করে বিজ্ঞাপন দেয় সে। এরপর ডিজাইনার হিসেবে দত্ত বাড়িতে উপস্থিত হয় দিশা নামের একটি মেয়ে। এই দিশাকে দেখে রীতিমতো চমকে যায় পর্ণা! আসলে দিশা ও পর্ণার এক পুরনো শত্রুতা ছিল। তারা কলেজে একসাথে পড়তো। আধুনিক মনস্ক দিশা, ট্রাডিশনাল সাজ-পোশাক কখনোই পছন্দ করত না। কিন্তু পর্ণা তার রবীন্দ্রসঙ্গীত এবং বাঙালি পোশাকের দ্বারাই দিশাকে পেছনে ফেলে দিয়েছিল। কলেজের সবাই পর্ণার প্রশংসা করেছিল। শুধু এখানেই শেষ নয়! দিশা ছল-চাতুরি করে একটি ছেলেকে ফাঁসাতে চেয়েছিল, তখন তাকে উদ্ধার করেছিল এই পর্ণাই। এরপর দিশাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তখন থেকেই পর্ণার প্রতি আলাদা ক্ষোভের সৃষ্টি হয় দিশার মনে।
মহাসংকটে পর্ণা! বটুর চক্রান্তে হাতেনাতে ধরা পড়লো বিপাশা ব্যানার্জি
এদিকে সৃজন যে বিজ্ঞাপন দিয়ে নতুন ডিজাইনার নিয়োগ করছে আর সেই নতুন ডিজাইনার যে দিশা এই কথা সম্পূর্ণ অজানা পর্ণার কাছে। দিশাও জানে না, যে দত্তবাড়িতে সে কাজ করতে এসেছে সেই দত্তবাড়ির বউ হলো পর্ণা। দিশার পুরনো রাগ আরো বেড়ে ওঠে পর্ণাকে দেখে। তবে কি ব্যবসার নামে শুধুই হিংসাত্মক হানাহানি হবে? এই দিশাই কি হবে সৃজন-পর্ণার দূরত্বের কারণ? সব কিছু জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি