Neem phooler Madhu: সুবুদ্ধির উদয়! প্রথমবার ছেলে ও বৌমার ঝগড়া মেটাতে প্ল্যান বানালো বাবুউ-র মা কৃষ্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের জমজমাট পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem phooler Madhu)। একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকের গল্প।

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem phooler Madhu)। একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকের গল্প। যে গল্পের মুখ্য চরিত্র পর্ণা আর সৃজন। যৌথ পরিবারে বিয়ের স্বপ্ন নিয়েই দত্ত বাড়িতে বিয়ে করে আসে পর্ণা। প্রথম দিক থেকেই দর্শকের প্রিয় হয়ে উঠেছে পর্ণার চরিত্রটি। পরিবারের প্রতিটি সদস্যের বিপদে যেভাবে বারবার পাশে দাঁড়িয়েছে পর্ণা তা মন জয় করেছে সকলের।
Neem phooler Madhu Zee Bangla
ধারবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ‘শাড়ির কথা’ বুটিকের মালকিন বিপাশা ম্যাডাম যে আসলে পর্ণা তা বটব্যাল ও তিন্নির চক্রান্তে জানতে পেরেছে দত্ত বাড়ির সকলেই। সৃজনকে কলকাতার বাইরে চাকরি করতে যেতে দেবে না বলে এই প্ল্যান করেছিল পর্ণা। কিন্তু পর্ণাকে ভুল বোঝে দত্ত বাড়ির সকলেই। এমনকি সৃজনও পর্নাকে ‘শাড়ির কথা’ থেকে সরে যেতে বলে, সেই জায়গায় সে নিযুক্ত করে ঈশা নামের একটি মেয়েকে। যে পর্ণার পুরনো শত্রু। ঈশাও পর্ণার উপর প্রতিশোধ নিতে একের পর এক ফন্দি আঁটে। তবে পর্ণার বুদ্ধিতে শেষ পর্যন্ত সব প্ল্যানই বিফলে যায় ঈশার।
Neem phooler Madhu New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব যেখানে দেখা গিয়েছে, শাড়ির কথা বুটিকের শাড়ি ডিজাইন করার জন্য পর্নার কাছে অনুরোধ জানাচ্ছে কৃষ্ণা। তবে পর্ণা সাফ জানিয়ে দেয় সে বুটিকের কোনো শাড়ির ডিজাইন করতে পারবে না। পর্নার এই সিদ্ধান্তকে সমর্থন করে সৃজনের বাবা ও ঠাম্মি। ঠাম্মি জানায় পর্ণা তখনই ডিজাইন করবে যখন তুমি তার কাছে ক্ষমা চাইবে ঠাম্মির কথামতো পর্ণার কাছে ক্ষমা চায় কৃষ্ণা। এরপর পর্ণা জানিয়ে দেয় সৃজন যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইবে সে কোনো মতেই ডিজাইন করবে না।
ভোল বদল, শিমুলের চরিত্রে কালি দিতেই ভাইয়ের ওপর গর্জে উঠলো পরাগ!, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
এদিকে পর্নার ডিজাইন করা শাড়ি ছাড়া শ্রী নিকেতন কোম্পানি কোনো মতেই তাদের শাড়ি কিনবে না। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই সৃজনকে পর্নার কাছে ক্ষমা চাইতে অনুরোধ করে কৃষ্ণা। কিন্তু সৃজনও জেদ ধরে বসে থাকে যে সে কোনো মতেই পর্নার কাছে ক্ষমা চাইবে না। এরপরই নিজেকে শেষ করে ফেলার কথা বলে ঘরের দরজা বন্ধ করে কৃষ্ণা। তবে কি কৃষ্ণার এই চালে আবারও ‘শাড়ির কথার’ ডিজাইন করবে পর্ণা? ভুল বোঝাবুঝি মিটে আবারো কি কাছাকাছি আসবে পর্ণা ও সৃজন! কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি