Neem Phooler Madhu: সম্পর্কে বিচ্ছেদ! পর্ণাকে ডিভোর্স দিল সৃজন, প্রকাশ্যে ধারাবাহিকের দূর্ধর্ষ পর্ব
যৌথ পরিবারের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি।

Neem Phooler Madhu: ইদানিং দর্শকের মনে বেশ জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিকটি। যৌথ পরিবারের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি। এই গল্পের প্রধান দুই চরিত্র পর্ণা ও সৃজন। যৌথ বাড়িতে বিয়ের স্বপ্ন নিয়ে দত্ত বাড়িতে বিয়ে করে আসে পর্ণা। আধুনিকমনস্কা হওয়ায় বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির কিছু লোকের চক্ষুশূল হয়ে ওঠে সে। এমনকি তার শাশুড়ি কৃষ্ণা প্রথম থেকেই পছন্দ করে না পর্নাকে। তবুও ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে চেয়েছে পর্ণা। তার প্রতিবাদী এবং পরোপকারী চরিত্র প্রথম থেকেই নজর কেড়েছে দর্শকদের।
Neem Phooler Madhu Zee Bangla
বর্তমানে ধারাবাহিকের গল্প মোড় নিয়েছে অন্যদিকে। ইতিমধ্যে দত্ত বাড়ির সকলেই জেনে গিয়েছে ‘শাড়ির কথা’ বুটিকের মালকিন বিপাশা ম্যাডাম আসলে পর্ণা। এরপরই পর্নার শাশুড়ি ও সৃজন ভুল বোঝে তাকে। এমনকি ‘শাড়ির কথা’ বুটিক থেকে পর্ণাকে সরিয়ে ঈশা নামক একটি মেয়েকে নিয়োগ করে সৃজন। এদিকে ঈশা পর্ণার পুরনো শত্রু। কাজে যোগ দেওয়ার পর থেকেই ঈশা ভাবতে থাকে কিভাবে সে পর্নার ক্ষতি করে শাড়ির কথা বুটিকের মালকিন হবে। এদিকে দেখা যায়, শ্রী নিকেতন নামের একটি বড় কোম্পানি পর্ণার ডিজাইন ছাড়া শাড়ি নিতে রাজি হয়না। এক প্রকার বাধ্য হয়েই কৃষ্ণা ও সৃজন পর্ণার কাছে ক্ষমা চেয়ে তাকে রাজি করায় ডিজাইনের করার জন্য।
শেষ পর্বে দেখা গিয়েছে, ঈশা একটি ছোট জামা পড়ে দত্ত বাড়ির দালানে উপস্থিত হয়। পর্ণা তাকে তার পোশাক বদলাতে বললে সে উল্টে বলে তার কি ভয় করছে যদি সৃজন তার প্রেমে পড়ে! এরপরই ঈশার সারা মুখে গায়ে কালি লেপে পর্ণা লিখে দেয় যে আমি বেহায়া! এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব।
ভাঙলো সহ্যের সীমা! নীল ও ময়ূরীর বিয়ের দিনই সব সত্যিই সামনে আনলো মেঘ
Neem Phooler Madhu New Episode
যেখানে দেখা গিয়েছে পর্ণার উপর প্রতিশোধ নিতে নতুন ফন্দি আঁটে ঈশা। সে সৃজনের সই নকল করে পর্ণার কাছে ডিভোর্স পেপার পাঠায়। তার এখন মূল পর্ণার উপর প্রতিশোধ নিয়ে শাড়ির কথা বুটিকের মালকিন হওয়া। তবে এইভাবে সৃজনের সই নকল করে কি পর্ণা ও সৃজনের সম্পর্কে ফাটল ধরাতে পারবে ঈশা? নাকি আবারও ধরা পড়বে পর্ণার কাছে? যদিও এই পর্বটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বিভিন্ন ফ্যান পেজের তরফে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে ভিডিওটি। আসলে সকল দর্শক চাইছেন পর্ণা ও সৃজনের মধ্যে সকল ভুল বোঝাবুঝি মিটে যাক। তবে আগামী পর্বগুলিতে কী হতে চলেছে তার জন্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি