বিনোদন দুনিয়াভিডিও

Neem Phooler Madhu: মোড় ঘোরানো পর্ব! বর্ষার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লো পর্ণার ভাই

বর্তমানে সৃজন ও পর্ণার ডিভোর্সকে কেন্দ্র করে শোরগোল লেগেছে দত্ত বাড়িতে।

Advertisements

Neem Phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)’। প্রথম থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছে। গল্পের নায়িকা পর্ণার চরিত্রটিকে আগাগোড়াই বেশ পছন্দ করতেন দর্শকবৃন্দ। চলতি সপ্তাহতেই টিআরপি তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে এই ধারাবাহিক। ইদানিং ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে টানটান উত্তেজনা।

Neem Phooler Madhu Zee Bangla

Neem phooler Madhu

Advertisements

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন বর্তমানে সৃজন ও পর্ণার ডিভোর্সকে কেন্দ্র করে শোরগোল লেগেছে দত্ত বাড়িতে। বাড়ির সকল সদস্য যোগ দিয়েছে দুই পক্ষে। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে সৃজন ও পর্ণার উকিল পূর্বে স্বামী স্ত্রী ছিল যার কারণে তারা এই কেসটিকে আরও ব্যক্তিগত ভাবে নিয়েছে। সৃজনের উকিল ওরফে শ্যামসুন্দর বাবু কৃষ্ণাকে জানায় সে যেন বেশি সাক্ষী জোগাড় করে তাদের পক্ষে এবং কোর্টে হাজিরার জন্য সমন পাঠায় পর্ণাকে। এদিকে পর্ণার উকিল বাসকদত্তাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও পর্ণাকে জানিয়ে দিয়েছে সাক্ষী জোগাড় করতে।কোনো পরিস্থিতেই যাতে পর্ণা দুর্বল না হয়ে পড়ে সেই কথা বারবার তাকে মনে করিয়ে দেয় বাসবদত্তা।

গল্পে নতুন টুইস্ট! ময়ূরীকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে জিষ্ণুর সঙ্গে বিয়ে দিল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Neem Phooler Madhu New Promo

Advertisements

এইসবের মাঝে প্রকাশ হয়েছে ধারাবাহিকের চাঞ্চল্যকর প্রোমো। যেখানে দেখা যাচ্ছে দূর্গা পূজার দশমীর দিন দত্ত বাড়িতে সিঁদুর খেলায় মেতেছে সকলে। সেইখানেই আচমকা পর্নার ভাইয়ের হাত থেকে সিঁদুর পড়ে যায় বর্ষার মাথায়। যা দেখে অজ্ঞান হয়ে যায় কৃষ্ণা। কিন্তু বাড়ির সবাই তাকে বোঝায় এটা নিছক দুর্ঘটনা। এই ঘটনা অন্য কারো সঙ্গেও ঘটতে পারতো তাই চিন্তার কারণ নেই।

যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোন ভিডিও এখনো প্রকাশ্যে আনা হয়নি। ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে সত্যিই যদি বর্ষার সঙ্গে পর্ণার ভাইয়ের বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসার সম্পর্কে পরিণত হয় তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles