বিনোদন দুনিয়া

Neem Phooler Madhu: ঘুরে গেল গল্প! ডিভোর্স দিতে গিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসলো সৃজন ও পর্ণা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

প্রথম থেকেই এই ধারাবাহিকটি বিশেষ নজর কেড়েছে দর্শকদের।

Advertisements

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিকগুলির মধ্যে নিম ফুলের মধু (Neem Phooler Madhu) অন্যতম। যৌথ পরিবারের কাহিনীকে কেন্দ্র করে এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প। প্রথম থেকেই এই ধারাবাহিকটি বিশেষ নজর কেড়েছে দর্শকদের। টিআরপি তালিকা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই ধারাবাহিকের আশানুরূপ ফলাফল লক্ষণীয়। এই গল্পের মুখ্য চরিত্র পর্ণা ও সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা ও অভিনেতা রুবেল দাস। বিগত কয়েকদিন ধারাবাহিকটি আবর্তিত হচ্ছে চয়ন ও রুচির আর প্রেমকে কেন্দ্র করে।

Neem phooler Madhu Zee Bangla

Neem phooler Madhu

Advertisements

নিত্য দর্শকরা সকলেই জানেন চয়নের বাবা রুচিরা ও তার বাবা মাকে অপমান করলে তারা চলে যায় দত্ত বাড়ি থেকে। এরপরই পর্ণার সঙ্গে রুচিরার বাড়ি যায় চয়ন ও ঠাম্মি। তারা গিয়ে রুচিরার বাবা মায়ের কাছে ক্ষমা চাইলেও লাভের লাভ কিছুই হয়না বরং রুচির বাবা মা স্পষ্ট জানিয়ে দেন তারা কোনোভাবেই দত্ত বাড়িতে মেয়ে দেবেনা। এরপরই বাবার থেকে অনুমতি নিয়ে চয়নের সঙ্গে দেখা করে রুচিরা ঠিক করে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার পাতবে। রুচিরার এই কথায় রাজি হয়ে চয়ন ঠিক করে সে বাড়ি ছাড়বে কিন্তু সঙ্গে নেবে তার মাকে। যদিও চয়নের মা তার বাবা ও সংসার ছেড়ে যেতে রাজি হয়না। এমনকি পর্ণা চয়নের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনা।

Neem Phooler Madhu: ঘুরে গেল গল্প! ডিভোর্স দিতে গিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসলো সৃজন ও পর্ণা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Advertisements

রুচিরা চয়নের জন্য অপেক্ষা করতে থাকলে তাকে গিয়ে চয়ন জানিয়ে দেয় সে বাড়ি ছেড়ে যেতে পারবে না। চয়নের এই কথায় তাকে মেরুদন্ডহীন বলে সম্পর্ক শেষ করে চলে যায় রুচিরা। চয়ন ভেঙে পড়লে পর্ণা তাকে জানায় সে যেভাবেই হোক তাদের দুজনের বিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় পর্ণা বাড়ি ফিরে এলে রুচির বাড়িতে কি হয়েছে তা জানতে চায় সৃজন। সৃজনের কথার সঠিক উত্তর না দেওয়ায় পর্ণার উপর রেগে যায় সে এবং ঝগড়া শুরু করে। পর্ণা তাকে জানায় সে কোনদিন ভালো স্বামী হতে পারেনি। সে সবসময় নিজের পরিবারের কথাই ভেবে গেছে। পর্ণা বলে সৃজন ও তার পরিবার চয়ন ও রুচিরার সঙ্গে যা করছে সেটা ভুল। পর্ণার এই কথা শুনে সৃজন রেগে গিয়ে তাকে ডিভোর্স দেবে বলে জানিয়ে দেয়। যা শুনে আরও রেগে যায় পর্ণা এবং জানিয়ে দেয় যতদিন ঠাম্মি বেঁচে আছে ততদিন তাকে কেউ দত্ত বাড়ি থেকে বের করতে পারবে না।

অপেক্ষার অবসান! অষ্টমঙ্গলাতে এসেই পর্দা ফাঁস হলো রূপের, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Neem phooler Madhu New Episode

Neem phooler Madhu

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে পর্ণার থেকে ডিভোর্স পেতে কোর্টের দ্বারস্থ হয়েছে সৃজন এবং দর্শক দর্শনে কোর্টের রায় শুনতে বসে আছে দত্ত বাড়ির সকলে। সৃজনের উকিল জানায় তার মক্কেল ডিভোর্স চায়। পর্ণা জানায় সে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু তার বদলে খোরপোষ চায়। সৃজন পর্ণাকে জানায় কত টাকা চাই তার সব দিতে রাজি সৃজন। এরপরই নিজের হাত গুনে খোরপোষের টাকার অঙ্ক বলে পর্ণা। টাকার বহর শুনে মাথা ঘুরে যায় কোর্টেই বসে পড়ে সৃজন এবং মাথা ঘুরে পড়ে যায় কৃষ্ণা। তবে এইবার কোনদিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! সৃজন ও পর্ণার ডিভোর্স আদৌ হবে নাকি খরগোশের ভয় আবারো সৃজন-পর্নার বিয়ে দেবে কৃষ্ণা? কোন খাতে বইতে চলেছে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles