Neem Phooler Madhu: গল্পে নতুন মোড়! ঈশার প্ল্যান ভেস্তে দিতে নতুন চাল পর্ণার, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।

Neem phooler Madhu: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem phooler Madhu) । বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকটি। গল্পের প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক। যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।
Neem Phooler Madhu Zee Bangla
সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে চয়ন যাতে রুচিরা নিজের মনের কথা বলতে পারে সেই জন্য একটি রেস্টুরেন্টে যাওয়ার ব্যবস্থা করে দেয় পর্ণা। আড়াল থেকে তাদের কথা শুনে ফেলে ঈশা। এরপরই পর্ণাকে ফাঁসাতে মৌমিতার সঙ্গে প্ল্যান করে ঈশা। এরপরই চয়ন ও রুচিরাকে হাতেনাতে ধরতে দত্ত বাড়ির সকলকে নিয়ে রেস্টুরেন্টে পৌঁছায় সে। কিন্তু পর্ণার বুদ্ধিতে চয়ন ও রুচিরা বেচেঁ যায় সঙ্গে ঈশাকেও জব্দ করে পর্ণা।
Neem phooler Madhu New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে প্ল্যান ভেস্তে যাওয়ায় বেজায় চটেছে ঈশা। এদিকে চয়ন ও রুচিকে ধরতে না পারায় ঈশার উপর ক্ষেপেছেন মৌমিতাও। ঈশা মৌমিতার ঘরে এলে সে জানায় তার সঙ্গে কোন কথা নেই ঈশা মৌমিতাকে ঠান্ডা করে বলে সে সব সত্যি বলেছিল আজ একটুর জন্য চয়ন বেচেঁ গেছে। ঈশা মৌমিতাকে পর্ণা ও চরণের গতিবিধির উপর নজর রাখতে বলে।
খবরদার! গিনিকে চড় মারতে গেলে রূপের হাত ধরলো জেঠিমনি, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধমার পর্ব
চয়নকে পর্ণার ঘরের দিকে যেতে দেখলে সেখানে চলে যায় মৌমিতা। এদিকে ঘরের দরজা খোলা রেখেই সব বলতে থাকে পর্ণা। সে চয়নকে বলে রুচির বাবা মাকে জানিয়ে এই বাড়িতে এনে তার সঙ্গে সম্বন্ধের কথা বলতে হবে। এই প্ল্যান শুনে নেয় ঈশা ও মৌমিতা। এরপরই তারা ঠিক করে হাতেনাতে ধরবে তাদের। এরপর কৃষ্ণাকে সব কথা খুলে বলে তাদের দলে নেয় মৌমিতা ও ঈশা। তারা তিনজনে মিলে ঠিক করে এইবার পর্ণাকে হাতেনাতে ধরে বাড়ি থেকে বার করবে। কৃষ্ণ জানিয়ে দেয় সে কোনমতেই পরনার বন্ধুকে এই বাড়ির বউ হতে দেবে না। কৃষ্ণাকে সাধ্যায় মৌমিতা ও ঈশা। তবে কি এইবার পর্ণার চাল ভেস্তে দিয়ে মাত দেবে ঈশা? সৃজন কি আবারও ভুল বুঝবে পর্ণাকে? কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি