বিনোদন দুনিয়া

Neem phooler Madhu: মিটলো মান অভিমানের পালা, মাঝরাতে পর্ণাকে কাছে টেনে নিল সৃজন! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক।

Advertisements

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু (Neem phooler Madhu)’। প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকে নিত্য নতুন চমক।

Neem phooler Madhu Zee Bangla

Neem phooler madhu

Advertisements

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে রুচিরা কে মেঘনাদের মত ক্রিমিনালের হাত থেকে বাঁচিয়ে এনেছে পর্ণা। সঙ্গে ফিরিয়ে এনেছে দত্ত বাড়ির ঐতিহ্যশালী গণেশের স্বর্ণমূর্তি। কিন্তু এর মাঝে রুচিরা ও চয়নের সম্পর্ক নিয়ে সৃজনের সঙ্গে ঝামেলা শুরু হয়েছে পর্ণার। সে পর্ণাকে জানিয়ে দিয়েছে কোনোভাবেই সে এই সম্পর্ক মানবে না। এদিকে রুচিরাকে প্রপোজ করতে চয়নকে দারুন বুদ্ধি দিয়েছে পর্ণা। চয়নকে পর্ণা বলেছে তাদের জন্য একটি রেস্টুরেন্ট বুকিং করে দেবে পর্ণা। যেখানে গিয়ে চয়ন নিজের মনের কথা জানাতে পারবে রুচিরাকে। এদিকে বাড়িতে ঢুকে থেকেই পর্ণাকে কিভাবে হেনস্থা করবে সেই ফন্দি আঁটছে ঈশা। তার মধ্যে আড়াল থেকে সে পর্ণা ও চয়নের সকল কথা শুনে ফেলে মৌমিতাকে জানিয়ে দেয়। মৌমিতা ঠিক করে তাদের হাতেনাতে ধরে পর্ণাকে ফাঁসাবে।

Neem phooler Madhu New Episode

Neem phooler madhu

Advertisements

এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে চয়ন চোখ বন্ধ করে আই লাভ ইউ বলা প্রাকটিস করতে থাকে এমন সময় সামনে চলে আসে তার বাবা। সে এসেই চয়নকে মারতে শুরু করে এরপর পর্ণা নাটকের রিহার্সালের নাম করে চয়নকে ছাড়ায় তার বাবার কাছ থেকে। এদিকে চয়ন স্বপ্নে দেখে রুচিরা তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছে। এই দেখে ঘুম ভেঙে যায় চয়নের। সে পর্ণার কাছে গেলে সে জানায় কোনো ভয় নেই সে সবসময় চয়ন ও রুচিরার সঙ্গে থাকবে।

 ‘তুমি খুব ভালো মেয়ে বৌমা’, শিমুলকে আপন করে বুকে টেনে নিল তার শাশুড়ি, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Neem phooler Madhu: মিটলো মান অভিমানের পালা, মাঝরাতে পর্ণাকে কাছে টেনে নিল সৃজন! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

এইদিকে সৃজনের ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে সে দেখে সৃজনের গা থেকে চাদর নেমে গেছে। এরপরই সে চাদরটা টেনে দিতে গেলে সৃজন পর্ণার হাত ধরে কাছে টেনে বলে সে কোন মতলবে এসেছে? সৃজনের মুখে এই কথা শুনে কষ্ট পেয়ে কাদতে কাদতে ঘরের বাইরে বেরিয়ে যায় পর্ণা। এদিকে সৃজনও মনে মনে বলে পর্ণাকে অপমান না করলে তার থেকে দূরে থাকা যাবে না। কি হতে চলেছে আগামী পর্বগুলিতে! ঈশার চক্রান্তে চয়ন ও রুচিরাকে মিলিয়ে দিতে গিয়ে কি আবারও সৃজন ও দত্ত বাড়ির সকলের কাছে অপরাধী প্রমাণিত হবে পর্ণা? সৃজন কি আবারও ভুল বুঝবে তাকে! কোন দিকে মোড় নেবে গল্প! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles