Neem Phooler Madhu: স্মৃতিশক্তি হারালো পর্ণা! প্রকাশ্যে ধারাবাহিকের চাঞ্চল্যকর প্রোমো
সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক।

Neem Phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। সম্প্রচারের প্রথম দিন থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করেছে । রুবেল দাস ও পল্লবী শর্মা ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে। ধারাবাহিকে তাদের দেখা মেলে সৃজন ও পর্ণার চরিত্রে। বর্তমানে ধারাবাহিকটির গল্প এগিয়ে চলেছে রুচিরা ও চয়নের প্রেমকে কেন্দ্র করে।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ঈশার প্ল্যানে রুচিরা ও চয়ন ধরা পড়েছে জেঠুর কাছে। এমনকি সবাই এর জন্য দোষী করেছে পর্ণাকে। জেঠু রূচিরার বাবা-মাকে ডেকে অপমান পর্যন্ত করায় রুচির বাবা-মাও জানিয়ে দিয়েছে তারা এমন বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। জেঠু চয়নের উপর রাগেতে জেঠির গায়েও হাত তুলতে দুবার ভাবেননি আর যার কারণে তাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়েছে পর্ণা। এদিকে সৃজনও পর্নাকে জানিয়ে দিয়েছে চয়ন ও রুচিরার বিয়ে হলে সে আর তার সঙ্গে সম্পর্ক রাখবে না। আপাতত গল্প এগিয়ে চলেছে চয়ন-রুচিরার প্রেম ও সৃজন ও পর্ণার সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।
সম্পর্ক শেষের মুখে! সৃজনের বলা কথায় অবাক হলো পর্ণা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
Neem Phooler Madhu New Promo
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া প্রোমো। যেখানে দেখা গিয়েছে জেল থেকে ছাড়া পেয়েই রাতের অন্ধকারে দত্ত বাড়িতে সোনার গণেশ মূর্তি চুরি করতে ঢোকে মেঘনাদ। ঠাম্মির ঘর থেকে গণেশ মূর্তি নিয়ে পালানোর সময়ই সামনে চলে আসে পর্ণা। গণেশ মূর্তি নিয়ে যেতে পর্ণা মেঘনাদকে বাধা দিলে গনেশ মূর্তি দিয়েই তার মাথায় আঘাত করে পালিয়ে যায় মেঘনাদ। গুরুতর আঘাতে তার মাথা থেকে রক্ত বের হতে থাকলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে পর্ণা। কাউকেই চিনতে পারেনা সে। তবে কি সত্যিই পর্ণা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে? নাকি সুস্থ থেকেই স্মৃতিশক্তি হারানোর অভিনয় করে সৃজনের মা ও মৌমিতাকে জব্দ করবে সে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি