Neem Phooler Madhu: চাঞ্চল্যকর এপিসোড! কৃষ্ণার আসল সত্যি সকলের সামনে ফাঁস করলো পর্ণা
টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করতে দর্শকদের জন্য ধারাবাহিকের প্রত্যেক পর্বেই থাকছে টানটান উত্তেজনা।

Neem Phooler Madhu: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে নিম ফুলের মধু ‘(Neem Phooler Madhu)’ অন্যতম। টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করতে দর্শকদের জন্য ধারাবাহিকের প্রত্যেক পর্বেই থাকছে টানটান উত্তেজনা। একটি রক্ষণশীল যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করেই এই ধারাবাহিকের প্লট তৈরি হয়েছে। ইদানিং গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন, চয়ন ও রূচিরার সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সংসারই ভেঙে গিয়েছে পর্ণার।সৃজনের পাঠানো ডিভোর্সের চিঠি পেয়ে দও বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় পর্ণা। সে ঠিক করে সৃজন যখন তাকে এতটাই ঘেন্না করে তখন সে তাকে মুক্তি দেবে। পর্ণার বাড়ি ছেড়ে চলে যাওয়ায় কষ্ট হয় সৃজনের সে শেষ মুহূর্তে আটকাতে যায় পর্ণাকে কিন্তু তার কাজে বাধ সাধে তার। পর্ণার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় কৃষ্ণা। বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পর্ণা। চয়ন তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়।
এদিকে বাপের বাড়ি যাওয়ার সময়ই পর্ণা ও চয়নের সঙ্গে রাস্তায় দেখা হয় মিঃ বাজুরিয়ার। সে পর্ণাকে জানিয়ে দেয় শাড়ির কথার নাম করে তার থেকে অনেক টাকা ধার নিয়েছে সৃজন এবং কৃষ্ণা। এমনকি কৃষ্ণা কাগজে সইও করেছে। এই কথা শুনে চমকে যায় পর্ণা ও চয়ন। পর্ণা বুঝতে পারে এইসব ঈশার বুদ্ধিতেই হয়েছে এবং দত্ত বাড়ির সামনে বিপদ আসন্ন। টাকা ফিরত দিতে না পারলে দত্ত বাড়িকে আর বাঁচানো যাবেনা। এরপরই নিজের সিদ্ধান্ত পাল্টায় পর্ণা। চয়নের সঙ্গে সে ফিরে আসে দত্ত বাড়িতে। তাকে দেখে আনন্দ মাটি হয়ে যায় ঈশা, কৃষ্ণা ও মৌমিতার।
দুর্ধর্ষ এপিসোড! মধুবালার কথা অমান্য করেই পরাগের কঠিন শাস্তির ব্যবস্থা করল শিমুল
এদিকে ঠাম্মির কথায় পর্ণাকে বরণ করে দত্ত বাড়িতে আনা হয় পর্ণাকে। এরপরই চিৎকার করে বাড়ির সকলকে এক জায়গায় আনে পর্ণা।একটি চেয়ার নিয়ে সৃজনের সামনে বসে পায়ের উপর পা তুলে সে তাকে জানিয়ে দেয় তার দেওয়া টাকা পর্ণা নিলেও এত সহজে ডিভোর্স সে তাকে দেবে না। সেও কোর্টে লড়াই স্ত্রীর অধিকারের জন্য লড়াই করবে।
পর্ণার এমন আচরণে রীতিমতো ঘাবড়ে যায় সৃজন ও বাড়ির সকলে। দত্ত বাড়িকে প্রোমোটিং-এর হাত থেকে বাঁচাতে একি তবে পর্ণার নতুন কোনো চাল? আদৌ কী ডিভোর্স হবে সৃজন ও পর্ণার নাকি আসল সত্যি সকলে জানার পর টাকা শোধের ভয়ে কৃষ্ণাই মিলিয়ে দেবে তাদের! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি