বিনোদন দুনিয়াভিডিও

Neem Phooler Madhu: মহাবিপদ! সকলের সামনে পর্ণাকে বিপদে ফেলল ঈশা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রাখতে গল্পের প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক।

Advertisements

Neem Phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি। টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রাখতে গল্পের প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক। আপাতত ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে পর্ণা ও সৃজনের সম্পর্কের টানাপোড়েন এবং রুচিরা ও চয়নের প্রেমকে কেন্দ্র করে। নিত্য দর্শকরা সকলেই জানেন চয়ন ও রুচিরার ভালোবাসার কথা জানতে পেরে সৃজন পর্ণার সঙ্গে অশান্তি শুরু করেছে।

Neem phooler Madhu Zee Bangla

Neem phooler Madhu

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে রেস্টুরেন্ট থেকে চয়ন ও রুচিরাকে দত্ত বাড়ির সকলের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে পর্ণা। ঈশা মৌমিতার সঙ্গে পর্নাকে হাতেনাতে ধরার জন্য প্ল্যান করলেও সেই প্ল্যানে জল ঢেলে দেয় পর্ণা। কিন্তু ঈশা পর্নার উপর প্রতিশোধ নিতে মৌমিতার সঙ্গে নতুন ফন্দি আটে, সে মৌমিতাকে বলে চয়ন ও কর্নার গতিবিধির ওপর নজরদারি করতে। এরপরই চয়ন ও পর্নার সব কথা আড়াল থেকে শুনে কৃষ্ণাকে সবটা জানিয়ে ঈশা এবং মৌমিতা। তারা তিনজনে ঠিক করে যে ভাবে হোক পর্ণাকে সকলের সামনে ছোটো করবে এবং রুচিরাকেও এই বাড়ির বউ হতে দেবে না। এই জন্য নতুন ফন্দি আঁটে তারা। সকাল হতেই সৃজনের জন্য দত্তবাড়ি সকলকে নিয়ে পূজা দিতে যায় কৃষ্ণা সঙ্গে পর্নাকেও নিয়ে যায়।

Neem phooler Madhu New Episode

Neem Phooler Madhu: মহাবিপদ! সকলের সামনে পর্ণাকে বিপদে ফেলল ঈশা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

Advertisements

এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে চয়ন ও রুচিরাকে একসঙ্গে ধরে পর্নাকে ফাঁসাতে নতুন প্ল্যান করেছে ঈশা। সঙ্গে নিয়েছে মৌমিতা ও কৃষ্ণাকে। প্ল্যান মত মন্দিরে ঢোকার আগে অয়নকে ফোন করে মৌমিতা জানিয়ে দেয় রুচিরা এলেই সে যেন খবর দেয় তাকে। এদিকে ঈশা ইচ্ছে করে মন্দিরের ভিতরে জুতো পরে ঢুকে গেলে তাকে জুতো ছেড়ে আসতে বলে মন্দিরের পুরোহিত। সে পর্নার থেকে কার্ড নিয়ে চলে আসে জুতো রাখার জায়গায়। এরপর পর্ণার ফোনটা চেয়ে নিয়ে ফোনের প্যাটার্ন লক খুলে রুচিরাকে দত্ত বাড়িতে আসার মেসেজ করে। সে লেখে আজ বাড়িতে কেউ নেই এবং চয়নের আজ ডে ডিউটি পরায় সে দুপুরে বাড়ি চলে আসবে, তাই রুচি যেন এসে তার সঙ্গে একটু নির্ভয়ে প্রেম করে। এদিকে পর্ণার মেসেজ পেয়েই খটকা লাগে রুচির মনে সে ভাবে যে পর্ণা তাকে গতকাল রাতে দত্ত বাড়িতে কয়েকদিন আসতে বারণ করেছে সেই কিনা তাকে আজকে আবার আসতে বলছে!

Neem Phooler Madhu: মহাবিপদ! সকলের সামনে পর্ণাকে বিপদে ফেলল ঈশা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

এরপরই যাতে রুচির সন্দেহ না করে সেই জন্য ঈশা লেখে যে বাড়িতে কেউ নেই বলেই সে তাকে আসতে বলছে যাতে সে আর চয়ন একটু একান্তে সময় কাটাতে পারে। সঙ্গে আরও লেখে যে উৎসাহিত হয়ে যেন রুচিরা ফোন না করে তাকে। রুচিরারও চয়নের সঙ্গে একটু একান্তে সময় কাটানোর ইচ্ছে হচ্ছিল পর্নার মেসেজ পেয়ে বেশ খুশি হয়ে যায় সে। অন্যদিকে দেখা যায় অয়ন প্ল্যান মত মঙ্গলাকে ছুটি দিয়ে বাড়ি পুরো ফাঁকা করে দেয়।এরপরই বাড়িতে চয়ন ফিরলে তাকে খাবারের কথা বলে অয়ন কাজের দোহাই দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

দত্তবাড়ির সবাই অবাক! মন্দিরে গিয়ে সৃজনের জন্য অদ্ভুত কাণ্ড করল পর্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের আগামী পর্ব 

এরপরই বাড়িতে আসে রুচিরা। অয়ন সেই খবর পৌঁছে দেয় মৌমিতাকে। এরপরই মৌমিতা সকলের সামনে গিয়ে সৃজনকে বলে বাড়িতে একি অনাসৃষ্টি কাজ হচ্ছে! সে সকলকে জানায় অয়ন বাড়িতে ঢুকতে গিয়ে দেখে রুচিরা বাড়িতে এসছে এবং ফাঁকা বাড়িতে চয়ন ও রুচিরা একসঙ্গে গল্প করছে। পর্ণা মনে মনে ভাবতে থাকে এতবার করে বারণ করা সত্ত্বেও রুচিরা কেন তাদের বাড়িতে এলো! তবে কি এবার দত্ত বাড়ির সকলের সামনে চরণ ও রুচিরা ধরা পড়ে যাবে? পর্নাকে কি আবারো ভুল বুঝবে সৃজন? আবারও কোন ঝড় অপেক্ষা করছে পর্ণার জন্য! জানতে দেখতে হবে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles