Neem phooler Madhu: সম্পর্ক শেষের মুখে! সৃজনের বলা কথায় অবাক হলো পর্ণা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক।

Neem Phooler Madhu: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে নিম ফুলের মধু (Neem phooler Madhu)। সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক। গল্পের নায়িকা পর্ণার প্রতিবাদী চরিত্র বেশ নজর কেড়েছে দর্শকদের। সঙ্গে গল্পের অন্যান্য চরিত্রগুলিও কমবেশি দর্শকদের মন জয় করে নিয়েছে। আপাতত গল্প এগিয়ে চলেছে রুচিরা ও চয়নের প্রেমকে কেন্দ্র করে।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন, ঈশার প্ল্যানে রুচিরা ও চয়ন জেঠুর কাছে ধরা পড়ার পর জেঠু রূচিরার বাবা-মাকে ডেকে অপমান করেছে এবং গায়ে হাত তুলেছে জেঠি ও চয়নের। জেঠুর এমন ব্যবহারে রুচির বাবা-মাও জানিয়ে দিয়েছে তারা এমন বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। পর্ণা ঠাম্মি ও চয়নকে নিয়ে রুচিরার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসলেও লাভের লাভ কিছুই হয়নি বরং রুচিরার বাবা-মা রুচিরাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে যেন চয়নকে ভুলে যায়। এরপরই চয়ন সিদ্ধান্ত নেয় রুচিরার সঙ্গে সে বাড়ি ছাড়বে এবং সঙ্গে নেবে তার মাকে। কিন্তু চয়নের এই প্রস্তাবে কিছুতেই রাজি হয় না চয়নের মা। এমনকি পর্ণাও চয়ন ও রুচির এই সিদ্ধান্তকে সমর্থন করে না। এদিকে দেখা যায় চয়নের জন্য অপেক্ষা করতে থাকে রুচিরা। কিন্তু চয়নের সঙ্গে রুচিরার কাছে পৌঁছে যায় পর্ণা এবং জানিয়ে দেয় চয়ন বাড়ি ছাড়বে না। চয়নের মুখ থেকে একই কথা শুনে রুচিরা রেগে যায় এবং বলে সে আর এই সম্পর্ক রাখতে চায়না। তাই সব কিছু শেষ করাই ভালো। রুচিরার কথা শুনে ভেঙে পড়ে চলন কোনভাবেই পর না তাকে কিছুই বোঝাতে পারে না।
Neem Phooler Madhu New Episode
এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে রুচিরা চয়নের উপর রাগ করে তার সঙ্গে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। রুচিরার এই সিদ্ধান্তে ভেঙ্গে পড়ে চয়ন কিন্তু পর্ণা তাকে আশ্বাস দেয় যেভাবেই হোক রুচিরা আর চয়নকে এক করবে সে। অন্যদিকে দেখা যায় সৃজনকে একটি বড় অর্ডারের কথা বলে ঈশা। কিন্তু মন মেজাজ ভালো না থাকায় ঈশার কথায় বিশেষ পাত্তা দেয়না সৃজন। সে বর্ষার কাছে গিয়ে জানতে চায় রুচিরার বাড়িতে পর্ণার সঙ্গে যে ঠাম্মি ও চয়ন গিয়েছিল সেখানে কি কথা হয়েছে। বর্ষা সৃজনের কথার সঠিক উত্তর না দিলে সে চলে যায় পর্ণার ঘরে এবং জানতে চায় রুচিরার বাড়িতে কি কথা হয়েছে।
দুর্ধর্ষ এপিসোড! পালাতে গিয়ে পর্ণার কাছে ধরা পড়ল চয়ন ও রুচিরা
পর্ণা সৃজনকে বলে রুচির বাবা-মা তাদের বাড়ির প্রত্যেকের একটা ছবি চেয়েছে বাঁধিয়ে রাখবে বলে। এই কথা শুনে বেজায় চটে যায় সৃজন। পর্ণা সৃজনকে বলে যেভাবে সে ও তার পরিবারের সকলে রুচিরার বাবা মাকে অপমান করেছে তা অন্যায় হয়েছে। সৃজন পর্নাকে জিজ্ঞেস করে এই বাড়িতে প্রেম করে বিয়ে করার রীতি নেই জানার পরেও সে কেন চয়ন ও রুচিরার সম্পর্ক নিয়ে এত মাথা ঘামিয়েছে। পর্ণা সৃজনকে বলে আজকের দিনে দাঁড়িয়ে তারা যেটা করছে মোটেও ঠিক করছে না। সেই সময়ই ঘরে উপস্থিত হয় কৃষ্ণা ও ঈশা। এরপর নানা বিষয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। শেষ পর্যন্ত পর্ণা জানায় সৃজন কোনদিনই ভালো স্বামী হতে পারেনি। যা শুনে ক্ষিপ্ত হয়ে সৃজন তাকে জিজ্ঞেস করে সে কি এতদিন তাকে কোনো বিষয়ে সমর্থন করেনি? পর্ণা জানায় সে শুধু তার বাড়ি নিয়েই পরে আছে কিন্তু পর্ণা সকলের কথা ভেবে সকলের বিপদে পাশে দাঁড়িয়েছে আর এখন তারা যেটা করছে অন্যায় করছে। এরপরই সৃজন জানায় এতদিন তার মায়ের কথা না শুনলেও এইবার সে পর্ণাকে ডিভোর্স দেবে। যা শুনে চমকে যায় পর্ণা। তবে কি সত্যিই পর্ণা ও সৃজনের বিচ্ছেদ হবে? আলাদা হয়ে যাবে তাদের পথ চলা? নাকি আবারও এক হবে তারা? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি