Neem phooler Madhu: ফের কেটে গেল তার! দত্ত বাড়িতে পা রাখতেই ঈসাকে উচিত শিক্ষা দিল পর্ণা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
একটি যৌথ পরিবারের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি।

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলা (Zee Bangla) সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো নিম ফুলের মধু (Neem phooler Madhu)। একটি যৌথ পরিবারের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি। গল্পের নায়িকা পর্ণার বুদ্ধিমত্তা ও প্রতিবাদী চরিত্রই যেন এই গল্পের ইউএসপি।
Neem phooler Madhu
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, নিজের বুদ্ধির জোরে রুচি রাখে মেঘনাদের মতো একজন অপরাধীর হাত থেকে ফিরিয়ে এনেছে পর্ণা। সঙ্গে ফিরিয়ে দিয়েছে দত্ত বাড়ির ঐতিহ্যশালী গণেশের স্বর্ণমূর্তি। স্বর্ণমূর্তি ফিরে পেতে বেজায় খুশি দত্তবাড়ি সকলে এমনকি জেঠুও পর্ণার উপর বেশ প্রসন্ন হয়েছে। তবে রুচিরা আর চয়ন যে একে অপরকে পছন্দ করে সেই কথা বেশ বুঝতে পেরেছে সৃজন।
Neem phooler Madhu New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে সৃজন পর্ণাকে বলে রুচিরা যেন এই বাড়িতে এসে তার ভাইয়ের সঙ্গে না মেশে। এই বাড়িতে ভালোবেসে বিয়ে হয়না। এই কথায় ঘোর আপত্তি জানায় পর্ণা। অন্যদিকে ঈশাকে বাড়িতে ফেরাতে সৃজনের মা ও মৌমিতা তার ঘরে আসে এবং সৃজনকে ঈশাকে আনতে যাওয়ার জন্য রাজি করায় তারা। এই কথা বর্ষা পর্ণাকে বললে সে বাধা দেয় সৃজনকে। কিন্তু পর্ণার কোনো কথাতেই পাত্তা দেয়না সৃজন। বরং পর্ণাকে শর্ত দেয় ইশা বাড়িতে না আসলে রুচিরাও দও বাড়িতে আসবে না। সৃজনের এই কথা কিছুতেই মেনে নিতে পারে না পর্ণা।
গল্পে নয়া মোড়! সন্ধ্যার অ্যাক্সিডেন্টই কাছাকাছি আনল আকাশ ও সন্ধ্যাকে, প্রকাশ্যে জমজমাট পর্ব
এরপরই সৃজন ও তার মা ইশাকে ফিরিয়ে আনে দত্তবাড়িতে। বাড়িতে পা রাখা মাত্রই ভাত পুড়ে যাওয়ায় এবং বাথরুমের কল খারাপ হয়ে যাওয়ায় মঙ্গলা ঈশাকে অপয়া বলে ওঠে। এদিকে সৃজন ঠাম্মিকে বলে ইশা শাড়ির কথার একজন তাই তাকে অপমান করা ঠিক নয়। ঠাম্মি বলে যার মান অপমান বোধ আছে তাকেই অপমান করা যায়। এদিকে ঈশা আবারও শাড়ির কথার মালকিন হবে বলে হুমকি দেয় পর্ণাকে। পর্ণাও বলে সে সৃজনকে সব সময় যে কোনো বিপদ থেকে বাঁচাবে। এই বলে চলে যায় সে। তবে কি আবারও সৃজন ও পর্ণার ক্ষতি করতে নতুন ফাঁদ পাতবে ঈশা? নাকি সৃজনের সামনে ফাঁস হবে ঈশার আসল উদ্দেশ্য! কোন দিকে মোড় নেবে গল্প ! জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি