Neem Phooler Madhu: গল্পে নতুন টুইস্ট! চয়ন-রুচিরার ক্ষতি করতে গিয়েই পর্ণার কাছে জব্দ ঈশা, ফাঁস ধারাবাহিকের আসন্ন পর্ব
প্রথম থেকেই এই ধারাবাহিকটি দর্শকের মনে দাগ কেটেছে।

Neem phooler Madhu: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে নিম ফুলের মধু (Neem phooler Madhu)। প্রথম থেকেই এই ধারাবাহিকটি দর্শকের মনে দাগ কেটেছে। পর্ণার বিচারবুদ্ধি ও প্রতিবাদী চরিত্র আলাদাভাবে নজর কেড়েছে দর্শকদের।
Neem phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, মেঘনাদকে হাতেনাতে ধরে দত্ত বাড়ির ঐতিহ্যের গণেশ মূর্তি ও রুচিরাকে ফিরিয়ে নিয়ে এসেছে পর্ণা। যার ফলে বেজায় খুশি সকলে। অন্যদিকে সৃজনের রুচিরা আর চয়নের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠছে তা চোখে পড়েছে সৃজনের। কিন্তু এই সম্পর্ক কোনোভাবেই মানতে পারছে না সে। এই কথা সে পর্ণাকেও জানিয়েছে যাতে পর্ণা রুচিরাকে বাড়িতে না আনে কিন্তু পর্ণা সাফ জানিয়ে দেয় সে কোনোভাবেই তাদের আলাদা করতে পারবে না। অন্যদিকে পর্ণার কথা না শুনে সৃজন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে ঈশাকে। যা মোটেও পছন্দ হয়না পর্ণার।
Neem phooler Madhu New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে দত্ত বাড়ির দালানে উপস্থিত হয়েছে সকলেই। সৃজন তার ব্যবসার কাজ করছে। এমন সময় সেখানে আসে রুচিরা ও চয়ন। তাদের একসঙ্গে দেখে ক্ষেপে যায় সৃজন। যা বুঝতে পারে পর্ণা। রুচিরা সকলের জন্য জিলিপি-সিঙ্গারা আনলে সৃজন না খেয়ে উল্টে রাগ দেখিয়ে ঘরে চলে যায়। তার এই আচরণে মনে খটকা লাগে পর্ণার। পর্ণা সৃজনের ঘরে গেলে সৃজন আবারও জানিয়ে দেয় তাকে যে রুচিরাকে এই বাড়িতে আসতে বারণ না করলে সে করবে।
ফাঁস রূপের আসল চরিত্র! ফুলসজ্জা ফেলে বান্ধবীর সাথে হোটেলে রাত কাটালো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
অন্যদিকে পর্ণা এইবার কথা বলে চয়নের সঙ্গে। সে জানায় সে যদি রুচিরাকে ভালোবাসে তবে সেই কথা তাকে জানাক। চয়ন প্রথমে একটু লজ্জা পেলেও পরে জানায় রুচিরাকে সে ভালোবাসে এবং তার জন্য বাড়ির সকলের সঙ্গে সে লড়াই করবে। পর্ণা তাকে জানায় তাদের জন্য রেস্টুরেন্ট ঠিক করে দেবে সেখানেই যেন রুচিরাকে মনের কথা জানায় চয়ন। আড়াল থেকে তাদের কথোপকথন শুনে ঈশা পৌঁছে যায় মৌমিতার কাছে এবং সব খুলে বলে। এরপর মৌমিতা বলে তাদের হাতেনাতে ধরতে হবে। তবে এইবার কি অপেক্ষা করছে পর্ণার জন্য? সৃজন কি আবারও ভুল বুঝবে তাকে! নাকি প্রতিবারের মত আবারও ঈশার চক্রান্ত ধরে ফেলবে পর্ণা! কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে নিম ফুলের মধু।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি