Neem Phooler Madhu: গল্পে নয়া মোড়! কোর্টের নির্দেশে হানিমুনে যাচ্ছে সৃজন ও পর্ণা, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
নিত্য দর্শকরা সকলেই জানেন বর্তমানে দত্ত বাড়ি গরম হয়ে উঠেছে সৃজন ও পর্ণার ডিভোর্স নিয়ে। বাড়ির সদস্যরা ভাগ হয়ে গিয়েছে দুই পক্ষে।

Neem Phooler Madhu: বর্তমানে বিনোদন চ্যানেলগুলির মধ্যে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু (Neem phooler Madhu)’। ইদানিং বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। তাই একটি পর্বও দর্শকরা মিস করতে নারাজ। নিত্য দর্শকরা সকলেই জানেন বর্তমানে দত্ত বাড়ি গরম হয়ে উঠেছে সৃজন ও পর্ণার ডিভোর্স নিয়ে। বাড়ির সদস্যরা ভাগ হয়ে গিয়েছে দুই পক্ষে।
Neem Phooler Madhu Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে পর্ণা সৃজনকে জানিয়ে দিয়েছে যে সে তাকে কোনোমতেই ডিভোর্স দেবে না। সে পাল্টা কেস লড়বে। সেই মতো একজন উকিলকে ঠিক করেছে পর্ণা। অন্যদিকে দেখা জয় সৃজন ও পর্ণার উকিল পূর্বে স্বামী-স্ত্রী ছিল।যার কারনে তারাও কেসটাকে ব্যক্তিগত ভাবে নেয়। শ্যামসুন্দর বাবু জানিয়ে দেয় তারা যেন বেশি করে সাক্ষী জোগাড় করে তাদের পক্ষে। অন্যদিকে বাসবদত্তাও পর্ণাকে জানিয়ে দেয় যাতে সে কোনোভাবেই দুর্বল না হয়ে পড়ে।
শেষ পর্বে দেখা গিয়েছে কোর্টের প্রথম হাজিরার দিন সৃজন তার জনা আট সাক্ষী নিয়ে হাজির হয়েছে কোর্ট চত্বরে। এদিকে পর্ণার পক্ষে সাক্ষীর সংখ্যা গুনে শেষ করা যাচ্ছে না। এর মাঝেই ঘটে যায় এক অবাক কাণ্ড। জেঠু জানে পর্ণার উকিল বেশ জাদরেল মহিলা। সে কোর্টে যে ছেলেদের সম্পর্কে যে উল্টোপাল্টা বলবে তা ভালই বুঝতে পারে জেঠু। সেইসব কথা শুনে জেঠি যাতে তার সঙ্গে বাড়িতে খারাপ ব্যবহার না করে তার জন্য সুযোগ বুঝে জেঠীর কানে তুলো গুঁজে দেয় সে। এরপরই কোর্টের কাজ শুরু হয়।
সৃজনের পক্ষে এক এক করে সাক্ষী দেয় তার মা, বৌদি, দাদা, জেঠু ও পাড়ার কিছু লোক। অন্যদিকে পর্ণার পক্ষে সাক্ষী দেয় ঠাম্মি, চয়ন, বর্ষা, সৃজনের বাবা, চয়ন এমনকি মঙ্গলা ও পাড়ার আশেপাশের বাড়িতে কাজ করা মানুষজন। ক্লাবের ছেলেরাও পর্ণার হয়েই সাক্ষী দেয়। তারা সমবেত ভাবে বলে ওঠে পর্ণা বৌদি জিন্দাবাদ। কিন্তু জেঠিকে কাঠগোড়ায় ডাকলে সে আসেনা। দেখা যায় কানে তুলো গুঁজে দেওয়া হয়েছে তার। এটাকেই হাতিয়ার বানায় বাসবদত্তা। সে মহামান্য বিচারপতিকে জানায় ইচ্ছে করে সাক্ষীকে সাক্ষ দেওয়া থেকে বিরত করতেই এই কাজ করা হয়েছে। বিচারপতি এই কাজের বিরোধিতা করে। শেষ পর্যন্ত পর্ণার পক্ষের সাক্ষীর সংখ্যা বিবেচনা করে বিচারপতি জানায় এই কেস পর্ণার দিকেই যাবে। তখনই শ্যামসুন্দর বলে ওঠে তার কিছু বলার আছে। কিন্তু বিচারপতি জানায় বিরতির পর বাকি কথা হবে।
Neem Phooler Madhu New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে কোর্টের নির্দেশে ডিভোর্সের বদলে একসঙ্গে থাকতে হবে সৃজন ও পর্ণাকে। বাড়ির সকলের অনুরোধে একসঙ্গে হানিমুনে যাবে তারা।যদিও এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। যদি সত্যি মহামান্য বিচারপতি পর্ণা ও সৃজনকে একসঙ্গে থাকার নির্দেশ দেয় এবং তারপর তারা হানিমুনে যায় তবে কেমন লাগবে দর্শকদের।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি