বিনোদন দুনিয়া

Neem Phooler Madhu: দত্তবাড়ির সবাই অবাক! মন্দিরে গিয়ে সৃজনের জন্য অদ্ভুত কাণ্ড করল পর্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের আগামী পর্ব 

আপাতত গল্প আবর্তিত হচ্ছে সৃজন ও পর্ণার সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।

Advertisements

Neem phooler Madhu: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু (Neem phooler Madhu) । বর্তমানে ধারাবাহিকের প্রতিটি পর্বই জমজমাট হয়ে উঠেছে। গল্পের প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক। আপাতত গল্প আবর্তিত হচ্ছে সৃজন ও পর্ণার সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।

Neem Phooler Madhu Zee Bangla

Neem phooler madhu

Advertisements

নিত্য দর্শকরা সকলেই জানেন চয়ন যাতে রুচিরা নিজের মনের কথা জানাতে পারে সেই জন্য একটি রেস্টুরেন্টে যাওয়ার ব্যবস্থা করে দেয় পর্ণা। আড়াল থেকে তাদের কথা শুনে ফেলে পর্ণাকে ফাঁসাতে মৌমিতার সঙ্গে প্ল্যান করে ঈশা। এরপরই চয়ন ও রুচিরাকে হাতেনাতে ধরতে দত্ত বাড়ির সকলকে নিয়ে রেস্টুরেন্টে পৌঁছায় সে। কিন্তু পর্ণার বুদ্ধিতে চয়ন ও রুচিরা বেচেঁ যায় সঙ্গে প্ল্যান ভেস্তে যায় ঈশার। এদিকে চয়ন ও রুচিকে ধরতে না পারায় ঈশার উপর বেজায় চটে মৌমিতা। ঈশা মৌমিতার ঘরে এলে সে জানায় তার সঙ্গে কোন কথা নেই ঈশা মৌমিতাকে ঠান্ডা করে বলে সে সব সত্যি বলেছিল আজ একটুর জন্য চয়ন বেচেঁ গেছে। ঈশা মৌমিতাকে পর্ণা ও চরণের গতিবিধির উপর নজর রাখতে বলে। এরপর চয়নকে পর্ণার ঘরের দিকে যেতে দেখলে সেখানে গিয়ে আড়াল থেকে চয়ন ও পর্ণার সকল কথা শোনে মৌমিতা। পর্ণা চয়নকে জানায় রুচির বাবা মাকে জানিয়ে এই বাড়িতে এনে তার সঙ্গে সম্বন্ধের কথা বলতে হবে। এরপরই তারা ঠিক করে হাতেনাতে ধরবে তাদের।

Neem Phooler Madhu: দত্তবাড়ির সবাই অবাক! মন্দিরে গিয়ে সৃজনের জন্য অদ্ভুত কাণ্ড করল পর্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের আগামী পর্ব 

Advertisements

এরপর কৃষ্ণাকে সব কথা খুলে বলে তাদের দলে নেয় মৌমিতা ও ঈশা। তারা তিনজনে মিলে ঠিক করে এইবার পর্ণাকে হাতেনাতে ধরে বাড়ি থেকে বার করবে। কৃষ্ণ জানিয়ে দেয় সে কোনমতেই পর্ণার বন্ধুকে এই বাড়ির বউ হতে দেবে না। কৃষ্ণাকে সাধ দেয় মৌমিতা ও ঈশা। অন্যদিকে দেখা যায় পর্ণাকে ফাঁদে ফেলতে নতুন ফন্দি আঁটে ঈশা, মৌমিতা ও কৃষ্ণা।

নতুন চমক! পরাগকে শিক্ষা দিতে শতদ্রুর প্রস্তাবে রাজি হয়ে গেল শিমুল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

Neem Phooler Madhu: দত্তবাড়ির সবাই অবাক! মন্দিরে গিয়ে সৃজনের জন্য অদ্ভুত কাণ্ড করল পর্ণা, প্রকাশ্যে ধারাবাহিকের আগামী পর্ব 

সকাল হতেই কৃষ্ণা পর্ণা কে জানিয়ে দেয় সে যেন আজকে অফিস না গিয়ে তাদের সঙ্গে মন্দিরে সৃজনের নামে পুজো দিতে যায়। পর্ণা রাজি হলেও জানিয়ে দেয় যে ঈশা গেলে সে কিছুতেই যাবে না। কিন্তু ঈশা মনে মনে ভাবে পর্ণা না গেলে সে কোনোভাবেই তার প্ল্যান খাটাতে পারবে না। শেষ পর্যন্ত ঠাম্মির কথায় যেতে রাজি হয় পর্ণা।মন্দিরে গিয়ে পর্ণা সৃজনের জুতো নিজের হাতে খুলে দিলে চমকে যায় সৃজন। পর্ণা তাকে জানায় জুতো খুলতে গেলে তার লাগতে পারতো তাই সে খুলে দিয়েছে। এদিকে এই দৃশ্য দেখে মনে মনে রেগে গিয়ে কৃষ্ণা ভাবে এইভাবেই তার বিরুদ্ধে সৃজনের মন বিষিয়ে দেয় পর্ণা। তবে কি এইভাবে ধীরে ধীরে আবারও সৃজনের মনে জায়গা করে নেবে পর্ণা? নাকি সৃজন ও রুচিরার ব্যাপারটা নিয়ে আবারও সৃজন ভুল বুঝবে পর্ণাকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় নিম ফুলের মধুতে (Neem phooler madhu)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles