Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন দুনিয়া

Neem Phuler Modhu: আবারো চক্রান্তের শিকার দত্তবাড়ি, দাউ দাউ করে আগুনে জ্বলছে পর্ণা সৃজনের ‘শাড়িকথা’!

আবারও তিন্নি ও বটব্যালের ষড়যন্ত্রের শিকার পর্না ও সৃজন।

Advertisements

Neem Phuler Modhu: বর্তমানে জি বাংলার ‘নিম ফুলের মধু (Neem Phuler Modhu)’ ধারাবাহিকটির জনপ্রিয়তা তুঙ্গে। টানটান উত্তেজনের সঙ্গে আবর্তিত হচ্ছে এই ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন যে, তিন্নি ও তার বস সুপ্রকাশ বটব্যালের একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে পর্ণা ও সৃজন। সৃজনকে কলকাতায় কাজ করতে দিতে না চাওয়াও কিডন্যাপও করে বটব্যাল। তবে পর্না ও চয়ন সৃজনকে উদ্ধার করলেও পা ভেঙে গুরুতর আঘাত লাগে সৃজনের।

Neem Phuler Modhu

Advertisements

এরপর এই ঘটনার প্রতিশোধ নিতে পর্ণা বটব্যালকে জেলেও পাঠায়। সমস্ত পরিস্থিতি সামাল দিয়ে পর্ণা ও তার ভাই পিগলু ‘শাড়িকথা’ বুটিকের একটি ফ্যাশন শো আয়োজন করে দত্ত বাড়িতে। এই ফ্যাশন শোতে বিভিন্ন এক্সক্লুসিভ শাড়ির প্রদর্শন আয়োজন করে পর্ণা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই শাড়ির ফ্যাশন শোতে উপস্থিত হয় সঙ্গে থাকে গান বাজনার আসর। কিন্তু এরই মাঝে বাধ সাধে তিন্নি ও বটব্যাল।

Neem phuler modhu

Advertisements

জেল থেকে ছাড়া পেয়েই বটব্যাল তৎপর হয়ে ওঠে পর্ণা ও সৃজনের ব্যবসার ক্ষতি করতে। সৃজনকে কোনোভাবেই ব্যবসা করতে না দেওয়ার প্রতিজ্ঞা করে সে। যেমন ভাবা তেমন কাজ। শাড়িকথার ফ্যাশন শো সুষ্ঠুভাবে চললেও শেষ পর্যন্ত আবার বিপদের মুখে পড়তে হয় পর্ণা ও সৃজনকে।

পর্নার জীবনে নতুন সংকট নিয়ে হাজির ফুলুমাসি! নিম ফুলের মধু-র ধামাকাদার প্রোমো

Neem Phuler Modhu New promo

গতকালের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ফ্যাশন শোয়ের গান-বাজনার মাঝে উপস্থিত হয়ে বটব্যালের লোকজন ইট ছুঁড়তে থাকে সকলের দিকে। ইটের আঘাতে মাথায় গুরুতর চোট পায় পর্ণার ভাই পিগলু। এবং শেষ পর্যন্ত পর্ণার দেওয়া শাড়ির স্টলে আগুন লাগিয়ে দেয় বটব্যালের লোকজন। অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে সক্ষম হয় কেউই। ফলে এক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পর্ণা ও সৃজন। এই ক্ষতি সামাল দিতে বদ্ধপরিকর হয় সকলেই। তবে এরপর বটব্যালের আদৌ শাস্তি হবে কিনা বা গল্প কোন দিকে মোড় নেবে তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles