বিনোদন দুনিয়া

Neem Phuler Modhu: বটব্যালের পর্দা ফাঁস করতে গিয়ে বড় বিপদের মুখে পর্ণা! দেখুন ‘নিম ফুলের মধু’র আগামী পর্ব 

নিম ফুলের মধুতে এখন টানটান উত্তেজনা!

Advertisements

Neem Phuler Modhu: নিম ফুলের মধুতে এখন টানটান উত্তেজনা! পর্ণা ও সৃজনের নতুন শাড়ির ব্যবসা তছনছ করতে উঠে পড়ে লেগেছে তিন্নি ও তার বটু সোনা। সুপ্রকাশ বটব্যাল নানান রূপ নিয়ে হাজির হচ্ছে পর্ণার সামনে। পর্ণা ব্যবসা গড়ে তোলার জন্য নতুন পদক্ষেপে তৈরি করলেই, তাতে জল ঢেলে দিচ্ছে সে। কিছুদিন আগেই তাদের শাড়ির স্টলে আগুন ধরিয়ে দেয় সুপ্রকাশের লোকজনেরা আর এইবার সুপ্রকাশকে শায়েস্তা করতে নয়া রূপ নিলো পর্ণা।

এক ঝলকে

Advertisements

Neem Phuler Modhu

Neem Phuler Modhu

হঠাৎই সৃজন ও পর্দার মনে প্রশ্ন আসে, কেন একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এত গুন্ডা নিয়ে চলে সুপ্রকাশ! যেমন ভাবনা তেমন কাজ। সুপ্রকাশ জেল থেকে বেরোনোর পরেই জানা যায়, সে নাকি সোনা পাচারের সাথে যুক্ত রয়েছে। যদিও কোনো সঠিক তথ্য সামনে আসে না। তবে পর্ণা ঠিক করে, দলবল নিয়ে এবার সে হাতেনাতে ধরবে সুপ্রকাশকে। সেই কাজে তার সঙ্গী হয় বন্ধু স্যান্ডি এবং চয়ন ও বর্ষা।

Advertisements

আবারো চক্রান্তের শিকার দত্তবাড়ি, দাউ দাউ করে আগুনে জ্বলছে পর্ণা সৃজনের ‘শাড়িকথা’!

New Episode

Neem Phuler Modhu

নিম ফুলের মধুর আগামী এপিসোডে দেখা যায়, সুপ্রকাশকে জব্দ করার জন্য সাজানো সাক্ষাৎকার নেওয়ার ফন্দি আঁটে তারা। সুপ্রকাশের যাবতীয় ব্যবসার খুঁটিনাটি জানতে আগ্রহী হয়ে সবার আগে টার্গেট করে তার ল্যাপটপটিকে। কিছুক্ষণের জন্য সুপ্রকাশকে আটকে রাখে বর্ষা এবং স্যান্ডি, যাতে পর্ণা নির্বিঘ্নে সেই ল্যাপটপটিতে কাজ করতে পারে কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে?

নানান কৌশলের পর পর্ণা ল্যাপটপ তো খুলেই ফেলে কিন্তু হঠাৎ করেই সুপ্রকাশের ফোনে ল্যাপটপ সিকিউরিটির মেসেজ আসে। ঐর মাধ্যমে সুপ্রকাশ জেনে যায় তার ল্যাপটপ কেউ খুলেছে! এমন পর্ব দেখে কার্যত মাথায় হাত দর্শক মহলের। কী হবে পরবর্তী এপিসোডে? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles