খবর

New Passport Rules: আবেদনকারীদের জন্য বড়সড় আপডেট! এই কাজটি করলেই বাড়ি বসে পেয়ে যাবেন পাসপোর্ট

বর্তমানে পাসপোর্টের আবেদন করা যাবে বাড়ি বসেই।

Advertisements

New Passport Rules: দেশে ভ্রমণ পিপাসু মানুষের অভাব নেই। আর হাতে সময় এবং টাকা পেলে তো আর কথাই নেই। অনেকেই আছেন আবার যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু অনেক ক্ষেত্রে টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হয় না। তাছাড়া রয়েছে পাসপোর্টে আবেদন করার সমস্যা। বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও এই পাসপোর্টের ঝামেলার কথা ভেবেই অনেকে পিছিয়ে যান।

তবে এইবার থেকে পাসপোর্টে আবেদন করা যাবে বাড়ি বসেই, সেটা জানা আছে কি? দেখে নেওয়া যাক কীভাবে করা যাবে পাসপোর্টের আবেদন।

Advertisements

Passport Verification Via Digilocker and More

 Passport

১. Digilocker-এর মাধ্যমে আবেদন:

Advertisements

এতদিন পর্যন্ত পাসপোর্ট আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হতো নির্দিষ্ট অফিসে। তবে এবার থেকে http://www.passportindia.gov.in এই ওয়েব সাইটে গিয়ে, বাড়ি বসেই করা যাবে আবেদন। তবে হ্যাঁ, বাড়ি বসে আবেদন করার ক্ষেত্রে Digilocker বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। যার মধ্যে নিজস্ব সমস্ত গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে।

২. পেপারলেস ভেরিফিকেশন:

এতদিন পর্যন্ত পাসপোর্টের ভেরিফিকেশন করার জন্য প্রয়োজন হতো আসল অর্থাৎ নথির হার্ড কপি। তবে এবার থেকে Digilocker-এর মাধ্যমে দেখানো যাবে সমস্ত নথি।

কোন ফল যার বীজ বা খোসা কিছুই নেই? কেবল 1 শতাংশ মানুষই দিতে পেরেছে উত্তর!

New Passport Rules

উল্লেখ্য, বিগত কিছু বছর ধরে Digilocker-এর প্রাধান্য বাড়িয়ে চলেছে কেন্দ্র সরকার। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যেকোনো ধরনের গুরুত্বপূর্ণ নথি সবই থাকবে সেই আধুনিক লকারের মধ্যে। একই সাথে নথি হারিয়ে যাওয়ারও কোনো চিন্তা নেই। তাছাড়া এই Digilocker পুরোপুরি ভাবে সুরক্ষিত। এই অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার স্মার্টফোন এই অ্যাপে ইন্সটল করতে হবে। তারপরে সেখানে অ্যাকাউন্ট খুলে সমস্ত নথি আপলোড করতে হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles