Aadhar Card: মোবাইল নম্বর বদলেছেন? আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন এইভাবে
আধার কার্ডের কীভাবে নতুন নম্বর অ্যাড করবেন তা অনেকেই বুঝতে পারেন না। তবে আর চিন্তা নেই এবার খুব সহজেই করা যাবে এই কাজ।

Aadhar Card: বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদের পরিচয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar Card)। অন্যান্য প্রয়োজনীয় সমস্ত নথির মধ্যে প্রাধান্য পেয়েছে এই আধার কার্ড। যার কারণে কোন সদ্যোজাত সন্তান জন্মের পরেই দু-এক বছর পেরোতে না পেরেতেই আধার কার্ড (Aadhaar Card) তৈরির জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠেন প্রতিটি শিশুর অভিভাবকেরা।
এই আধার কার্ড তৈরির জন্য প্রয়োজন একটি বৈধ ফোন নাম্বার, নাম ঠিকানা, বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট, এবং আই স্ক্যানার। তবে এর মধ্যে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হল একটি বৈধ ফোন নাম্বার। যদিও অনেক ক্ষেত্রেই দেখা যায় নানান কারণে পুরোনো মোবাইল নম্বর বদলে ফেলি আমরা। আর এতেই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আসলে আধার কার্ডের কীভাবে নতুন নম্বর অ্যাড করবেন তা অনেকেই বুঝতে পারেন না। তবে আর চিন্তা নেই এবার খুব সহজেই করা যাবে এই কাজ।
How to Link Aadhar Card with New Phone Number
ব্যাঙ্কের কাজ হোক কিংবা অফিসের, প্রথমেই যে পরিচয়পত্র চাওয়া হয় তা হলো আধার কার্ড (Aadhar Card)। যেখানে থাকে একটি 12 সংখ্যার ডিজিট। যা বলে দেবে আপনার পরিচয়। আধার কার্ড হারিয়ে গেলেও সেই ফোন নম্বর দিয়ে নতুন করে ডাউনলোড করা যাবে প্রয়োজনীয় এই নথি।
Aadhar Card Update:
জনসাধারণের কথা ভেবে আধার কার্ড প্রস্তুতকারী সংস্থা UIDAI একটি অনলাইন পোর্টাল চালু করেছে। যেখানে প্রবেশ করে ফর্ম ডাউনলোড করে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে জমা করলেই করা যাবে পরিবর্তন। তবে ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে নতুন ফোন নম্বর লিঙ্ক করতে চাইলে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। রইল বিস্তারিত।
বাড়ি বদলেছেন? পুরনো ঠিকানার Aadhaar Card কি বাতিল? কী করবেন জেনে নিন
1) ফোন নম্বর আপডেটের জন্য অনলাইনে প্রবেশ করতে হবে ask.uidai.gov. in এই ওয়েবসাইটে।
2) সেখানে আগের ফোন নম্বর দিয়ে করতে হবে লগইন।
3) এরপর অনলাইন আধার সার্ভিস সেকশনে ফোন নম্বর অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে স্কিনে থাকা Captcha কোড দিতে হবে।
4) এরপরই মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি। সেটি দিয়েই সেভ এবং প্রসেস করলেই খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে আধার কার্ডের সংযুক্ত ফোন নম্বর।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি