Mithai: ফিরছে মিঠাই, স্টার জলসার জনপ্রিয় নায়কের সাথে জুটি বাঁধবে এবার!
সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িংরুম পর্যন্ত এই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

Mithai actress: এক সময় জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছিল মিঠাই (Mithai) ধারাবাহিকটি। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িংরুম পর্যন্ত এই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। দীর্ঘদিন এই ধারাবাহিক থেকে বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিতে পারেনি অন্য ধারাবাহিকগুলি। এই ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে যে বিভিন্ন ভাষায় এর রিমেক করা হয়েছিল। সেই রিমেকের মধ্যে কিছু জনপ্রিয়তা পেলেও কিছু রিমেক একদমই জনপ্রিয়তা পায়নি। তেমনই হিন্দি ভাষাতেও এই ধারাবাহিকের রিমেক বানানো হয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল মিঠাই।
Mithai actress Debattama Saha
হিন্দি ভাষায় রিমেকটি সমান জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শকমহলে। যেখানে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবত্তমা সাহা। দেবত্তমা সাহাকে বাংলা সিরিয়ালে খুব বিশেষ দেখা যায়নি। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে অভিনয়ের পরেই মুম্বইতে পাড়ি দেন তিনি। তবে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ দেবত্তমা। মিঠাই- এর হিন্দি রিমিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দেবোত্তমা।
Debattama Saha and Aryann Bhowmik
তবে বলিউড ছেড়ে আরও একবার টলিউড ইন্ডাস্ট্রিতে ফিরছেন অভিনেত্রী। তার বিপরীতে থাকবেন স্টার জলসার তিতলি ধারাবাহিকের মুখ্য চরিত্র আরিয়ান ভৌমিক। আরিয়ান টেলিভিশন জগতের পাশাপাশি সিনেমার জগতেও পরিচিত মুখ। প্রসেনজিতের সঙ্গে কাকাবাবুর প্রতিটি সিনেমাতেই কাজ করেছে আরিয়ান। এছাড়া হইচইয়ের বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দেখা মিলেছে তার। আপাতত দেবোত্তমা সাহার বিপরীতে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন তিনি।
ভোকাট্টা! বিশ্বকর্মা পূজায় লাটাই হাতে অন্য মেজাজে টলি ডিভা মনামী
Debattama Saha and Aryann Bhowmik New project
শোনা যাচ্ছে, এসকে মুভিজ়ের পরিচালনায় ‘তবুও ভালবাসি’ সিনেমাতে দেখা যাবে এই জুটিকে। ভালোবাসার গল্প নিয়েই তৈরি হবে সিনেমাটি। আরিয়ান ও দেবোত্তম ছাড়াও এই সিনেমায় অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রীতম দাস ও সাহেব ভট্টাচার্যকে। ইতিমধ্যে এই সিনেমার লন্ডনের শুটিং করে ফিরেছেন পরিচালক। সূত্র অনুযায়ী এই প্রথম বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দেবোত্তমা সাহা। আপাতত ইন্ডাস্ট্রিতে নতুন জুটির আগমনে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। এই জুটির কেমিস্ট্রি কতটা হিট হতে পারে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকল দর্শক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি